বিশেষ প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে দিশেহারা হয়ে শনিবার (০৩ জুন) বিকেলে থানায় এসে জানমালের নিরাপত্তা চাইলেন এক বৃদ্ধ মা ও তার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগী সূত্র জানায়, গত রোববার (২৮ মে) সকালে নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের চৌধুরী বাড়িতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মো. মোস্তফার বড় ছেলে আব্দুল আউয়াল ও মেজ ছেলে আব্দুল হাদির সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা উভয়ে ঝগড়ায় লিপ্ত হলে মাতা ছেমনা খাতুনের এসে ঝগড়া থামানোর চেষ্টা করে। এসময় বড় ছেলে আব্দুল আউয়াল মাকে গালমন্দ করে মাকে এ ব্যাপারে কথা বলতে বারন করে। পরে মা মেজ ছেলে আব্দুল হাদিকে নিয়ে ঘরে চলে যায়।
উক্ত ঘটনাকে কেন্দ্র করে ওই দিন সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন আব্দুল আউয়ালকে ভোরবাজারে ডেকে এনে স্থানীয় সমাজপতিদের সহযোগীতায় প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে কান ধরে উঠবস করে বাজারে ঘুরায়।
ঘটনার পরপরই আব্দুল মোতালেব চৌধুরী রবিন রোববার রাত ৮টার দিকে তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন,
‘এ শয়তান আমার গ্রামের, বৃদ্ধা মা কে মেরে রক্তাক্ত করেছে, সমাজের মানুষের সহযোগিতায় নিজ হাতে বিচারটা করলাম, যাতে আমাদের সমাজের আর কেউ মায়ের সাথে উচু গলায় কথা না বলতে পাওে সে রকম একটা শাস্তি মুলক বিচার করলাম, পরিশেষে বলি আল্লাহ তুমি তোমার এ বান্দা কে হেদায়েত দান কর ?’
ঘটনার পর থেকে উক্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় ওঠে।
ভূক্তভোগী আব্দুল আউয়াল বলেন, রবিন পূর্ব শত্রুতা জের ধরে উদ্দ্যেশমূলকভাবে স্থানীয় ভোর বাজারে শতশত লোকের সামনে গলায় জুতার মালা পরিয়ে আমাকে অপমান করেছে। তিনি বলেন, ঘটনার পর থেকে রবিন ও তার সহযোগীরা আমাকে কোথাও অভিযোগ করলে স্বপরিবারে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। তাদের অব্যাহত হুমকিতে বর্তমানে আমি ও আমার বৃদ্ধ মা নিরাপত্তাহীনতায় ভুগছি। তিনি আরও বলেন, আমরা নবাবপুর ইউনিয়নের লোকজন খুব অশান্তিতে আছি। সব বিষয়ে মুখ খুললে এলাকায় থাকা যাবেনা।
বৃদ্ধ ছেমনা খাতুন বলেন, বিনা কারনে আমার ছেলেকে জুতার মালা পরিয়েছে রবিন। এখন আবার থানায় অভিযোগ করলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব রবিন চৌধুরী বলেন, আব্দুল আউয়ালকে জুতার মালা পরানোর বিষয়ে আমি কিছু জানি না এমনকি ঘটনাস্থলেও আমি ছিলাম না। এই বিচার সমাজের সভাপতি জসিম উদ্দিনসহ লোকজন ও গ্রামবাসী করেছে। তাঁর দেয়া ফেইসবুক স্ট্যাটাস সম্পর্কে জানতে চাইলে রবিন বলেন, আমার আইডিটা কেউ হ্যাক করে আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। হ্যাক করার পাঁচ ঘন্টাপর আমি আইডিটা উদ্ধার করেছি।
তবে এ ব্যাপারে কথা বলতে সমাজের কোন লোক রাজি হননি।
এ ব্যাপারে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, আমরা আব্দুল আউয়াল ও তাঁর মার সাথে কথা হয়েছে। ঘটনার অনেক তথ্য জানা গেছে। তারা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









