স্টাফ রিপোর্টার :
ধর্ষণের অভিযোগে ফেনী সরকারী কলেজের মাষ্টার রোলে কর্মরত একজন পিয়নকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম কৃষ্ণ চন্দ্র দাস (৩২)। বাড়ি ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া গ্রামে। বুধবার (০৭ জুন) এক ছাত্রী কলেজ অধ্যক্ষের নিকট লিখিতভাবে ওই পিয়নের বিরুদ্ধে অভিযোগ করেন। এ ঘটনায় ফেনী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় একটি মামলা হয়েছে।
পুলিশ ও কলেজ সুত্র জানায়, গত ৬মে অনার্স তৃতীয় বর্ষের চুড়ান্ত পরীক্ষার দিন পরীক্ষার হলে অসদুপায় অবলম্বনের অভিযোগে কর্তব্যরত শিক্ষক (ইনভেজিলেটর) এক ছাত্রীর নিকট থেকে উত্তরপত্র (খাতা) নিয়ে নেয় এবং তাকে বহিস্কার করেন। ওই ছাত্রী খাতা ফেরত পাওয়ার জন্য নানা ধরনের দেন দরবার করে ব্যর্থ হয়। এ সময় কলেজের ইংরেজী বিভাগে মাষ্টার রোলে কর্মরত অফিস সহায়ক (এমএলএসএস) কৃষ্ণ চন্দ্র দাস সুযোগ বুঝে এগিয়ে যায় এবং ওই ছাত্রীর খাতা ফেরত নিয়ে দেয়া এবং যাতে বহিস্কার করা না হয়-সে জন্য কাজ করবেন বলে আশ্বাস দিয়ে অপেক্ষা করতে বলেন। বিকেল সাড়ে ৫টার দিকে কলেজের ইংরেজী বিভাগের অফিস কক্ষে নিয়ে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে কৃষ্ণ ওই ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ করে। পরে জানা যায়, ওই ছাত্রীর বহিস্কার আদেশ প্রত্যাহার হয়নি।
ওই ছাত্রী গত এক মাস নিজের মনের সাথে যুদ্ধ করে। বুধবার ওই দিনের ঘটনটি উল্লেখ করে কলেজ অধ্যক্ষের নিকট লিখিত অভিযোগ করেন।
ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ ওই ছাত্রীর দরখাস্তের প্রেক্ষিতে ইংরেজী বিভাগের পিয়ন কৃষ্ণ চন্দ্র দাসকে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট সোপর্দ করার সত্যতা নিশ্চিত করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী ছাত্রী ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের ও কলেজের পিয়নকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”