বিশেষ প্রতিনিধি :
ফেনীর পরশুরাম উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম রাকিবুল হায়দারকে মারধরের আলোচিত ঘটনায় মামলার দ্রুত বিচার আইনের আটজন আসামীর সবাইকে বেকসুর খালাস প্রদান করেছে আদালত।
ফেনীর অতিরিক্ত মূখ্য বিচারিক হাকিম তাওহিদুল হক মঙ্গলবার (১৩জুন) এ রায় প্রদান করেন।
রায় ঘোষনার সময় মামলার আটজন আসামীর সবাই আদালতে উপস্থিত ছিলেন। আসামীরা হলেন ফেনী জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার, পরশুরামের চিথলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগের কর্মী ফারুক আহম্মদ, মো. পারভেজ, রাশেদুল হাসান, নাসির উদ্দিন, আবু তৈয়ব মাছুম।
গত ২০১৫ সালের ৬মে নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খানের ফেনীর পরশুরামে আগমন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম রকিব হায়দার তাঁকে অভ্যর্থনা জানানোর জন্য গাড়ী নিয়ে ফেনী-পরশুরাম সড়কে চিথলিয়া ন্যাশানাল আইডিয়াল স্কুলে সামনে যায়। সেখানে আগে থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে পৌঁছার পর শুধুমাত্র একজন দলীয় নেতার মাথে করমর্দন ও তাঁকে যথাযথ সম্মান না করাকে কেন্দ্র করে নেতাকর্মীরা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা ও তাঁকে মারধর করে গুরুতর আহত করে।
ওই দিন ইউএনও’র গাড়ী চালক আবুল কাশেম বাদী হয়ে পরশুরাম থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। জেলা আওয়ামী লীগ সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার, চিথলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, তার ভাই মো. ফারুক, পরশুরাম পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নানসহ ৭ জনকে নামীয় আসামী করে অজ্ঞাত আরো ১০/১৫ জনকে আসামী করা হয়েছে।
১৬মে পরশুরাম থারার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম চৌধুরী আটজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় আদালতে অভিযোগপত্র জমা দেন।
আদালতের জ্যেষ্ঠ সরকারী কৌশুলী (এপিপি) সৈয়দ আবুল হোসেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকতার ওপর হামলার মামলায় সব আসামীকে বেকসুর খালাস প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









