স্টাফ রিপোর্টার :
ফেনীতে উল্টো রথটানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা অনুষ্ঠান। সোমবার (৩ জুলাই) বিকেলে শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথ শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। ফেনী গুরুচক্র মন্দির থেকে বের হওয়া এই উল্টো রথ শোভাযাত্রাটির রশি টেনে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ফেনী জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, সহ সভাপতি অ্যাডভোকেট সমীর কর, শ্রী শ্রী গুরুচক্র মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট পরিমল মজুমদার, সাধারণ সম্পাদক জহর লাল বণিক, সদর উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা, পৌর শাখার সাধারণ সম্পাদক বিটুল সাহা, শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সভাপতি প্রীতিময় পোদ্দার ও সাধারণ সম্পাদক পরিমল বণিক, শ্রী শ্রী জয়কালী মন্দির কমিটির সভাপতি বিরাজ মজুমদার, সাধারণ সম্পাদক তপন কুমার দাস, ফেনী পৌর মহাশশ্মান কমিটির সাধারণ সম্পাদক রিপন সাহা, হিন্দু মহাজোট ফেনী কমিটির সাধারণ সম্পাদক শম্ভু বৈষ্ণবসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে বিশাল উল্টো রথ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে।
এদিকে এ উপলক্ষে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কস্থ শ্রী শ্রী গুরুচক্র মন্দিরে সকাল থেকেই পূজা অর্চনা, বিশ্বশান্তিকল্পে বিশেষ প্রার্থনা এবং ভক্তবৃন্দের মাঝে ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া ট্রাংক রোডস্থ জয়কালী মন্দির প্রাঙ্গনে মেলা বসে। মেলায় ধর্মীয় গ্রন্থসহ খেলনা, প্রসাধনী সামগ্রী, তৈজসপত্র ও রকমারি খাবারের দোকান বসে।
অনুষ্ঠানকে ঘিরে পুলিশ প্রশাসন এবং বিভিন্ন মন্দির কমিটির উদ্যোগে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন