পরশুরাম প্রতিনিধি :
আগামী ৭ জুলাই শুক্রবার বিকেলে জাঁকজমকপূর্ণভাবে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে পরশুরামে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ। একই সাথে কলেজের একাদশ শ্রেনির নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্টিত হবে। উদ্বোধনী পর্বের পরপরই সন্ধায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন ঢাকার নামীদামী শিল্পীরা। ব্যাপক আয়োজনকে সফল করতে নেয়া হয়েছে নানা প্রস্তুতি।
উদ্বোধনী পর্বে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সভাপতিত্বে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলেজ মাঠে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক ছালেহ উদ্দিন আহমেদ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট মন্ত্রনালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও চ্যানেল টুয়ান্টিফোর এর প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম, নৌ-পরিবহন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব আবদুল কুদ্দুস খান, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ) ড. মোল্লা জালাল উদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের যুগ্ন সচিব হুমায়ুন কবীর খোন্দকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার চেয়ারম্যান প্রফেসর মো. আবদুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মনোজ কুমার রায় ও পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
এছাড়াও মন্ত্রনালয়ের সাবেক কর্মকর্তা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ফেনী জেলা আওয়ামী লীগ, ফেনীর সকল উপজেলার চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিশিষ্টজনরা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল জানান উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে চলছে নানা প্রস্তুতি ও ব্যাপক সাজসজ্জা। তিনি জানান বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষানুরাগী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রায় পাঁচ হাজার অতিথির জন্য দৃষ্টিনন্দনভাবে প্রস্তুত করা হচ্ছে কলেজ প্রাঙ্গন। এছাড়াও অতিথি ও আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানাতে ফেনী-পরশুরাম সড়কের দুইপাশে নির্মিত হচ্ছে তোরণ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









