স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচীকে ফেনী-৩ আসনের (সোনাগাজী ও দাগনভূঞা) সম্ভাব্য প্রার্থী হিসেবে সমর্থন দেন ফেনী জেলা শ্রমিক লীগ আয়োজিত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সভাপতি শামসুদ্দোহা দুলাল ও সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী।
বুধবার (৫ জুলাই) দুপুরে ফেনী শহরের জেল রোডস্থ ফাইভ স্টার চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত ঈদপূনর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী-৩ আসনের (সোনাগাজী ও দাগনভূঞা) সম্ভাব্য প্রার্থী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেত্রী বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী।
জেলা শ্রমিক লীগের সভাপতি শামসুদ্দোহা দুলালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারীর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল করিম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসসেবক লীগের আহ্বায়ক জিয়াউল হক হাজারী, জেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সদর শ্রমিক লীগের আহ্বায়ক শামীম হায়দার, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ ফেনী শাখার নেতা মানোয়ার হোসেন, ছাগলনাইয়া শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন বেলাল মেম্বার, পরশুরাম শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রসুল মজুমদার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, শ্রমিক লীগ নেতা গিয়াস উদ্দিন ভূঁঞা, ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আবু ইউছুফ ভূঞা বাদল, ফেনী জেলা ট্রাক (মিনি ট্রাক) কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আবু শাহীন, ফেনী পৌর শ্রমিক লীগের সভাপতি শিমুল তালুকদার, পরশুরাম শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, দাগনভূঞা শ্রমিক লীগের আহ্বায়ক লাভলু, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ফুলগাজী শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দিন মজুমদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন, সোনাগাজী শ্রমিক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক আবদুল তালেব, মো. হানিফ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের ফেনী শাখার নেতা শাহ আলম, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন, জাহিদ হোসেন, সড়ক ও জনপথ সিবিএ ফেনী সভাপতি মশিউর রহমান, পানি উন্নয়ন বোর্ড ফেনীর সিবিএ নেতা মামুন, মাসুদ, টিএন্ডটি ফেনীর সিবিএ নেতা সাহাব উদ্দিন, জনতা ব্যাংক ফেনী সিবিএ সভাপতি নাসির উদ্দিন, সাধারন সম্পাদক ফিরোজ আলম, রূপালী ব্যাংক ফেনীর সিবিএ সভাপতি আলাউদ্দিন, সাধারন সম্পাদক সিরাজুল হক, সোনালী ব্যাংক ফেনীর সিবিএ সভাপতি নুর নবী, সাধারন সম্পাদক মোতাহের হোসেন, বাংলাদেশ ডাক বিভাগ ফেনীর সিবিএ সভাপতি ফয়েজ আহম্মদ, সাধারন সম্পাদক মুছা আলম, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন ফেনীর সিবিএ সভাপতি আবুল কালাম মজুমদার ও যুগ্ম সম্পাদক আবদুল আজিজ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথির বক্তব্যে রোকেয়া প্রাচী বলেছেন, দেশের উন্নয়নের চাকা বেগবান করতে, মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে এগিয়ে নিতে সর্বোপরি স্বাধীনতা ও সার্বভৌমত্ব বজায় রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাইকে কাজ করতে হবে। তিনি বলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর যোগ্য নেতৃত্বে জেলা আওয়ামী লীগ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ। আগে বলত ফেনী বিএনপি-জামায়াতের ঘাঁটি। বর্তমানে নিজাম হাজারী এমপির দক্ষ ও যোগ্য নেতৃত্বে ফেনী আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিণত হয়েছে। আগামী নির্বাচনে ফেনী-৩ আসন থেকে জননেত্রী শেখ হাসিনা যাঁকেই মনোনয়ন দেবেন আমারা সকলে মিলে নৌকাকে বিজয়ী করতে কাজ করে যাব। মনে রাখতে হবে নৌকার বিজয়ে আমরা সবাই এক ও অভিন্ন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”