*ফেনীর সাংস্কৃতিককর্মীদের আতুড়ঘর জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মাণ নিয়ে বৈঠক
স্টাফ রিপোর্টার :
ফেনী শহরের প্রাণকেন্দ্র মিজান রোডস্থ শহীদ জহির রায়হান মিলনায়তন ভেঙ্গে ফেলার ফলে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়েছিল সংস্কৃতি অঙ্গন। সাংস্কৃতিক অঙ্গনে স্থবিরতা বিরাজ করছে। তবে অবশেষে আশার বাণী শোনা গেল, অতি দ্রুত সময়ের মধ্যে সাংস্কৃতিককর্মীদের আতুড়ঘর শহীদ জহির রায়হান মিলনায়তন পুনর্নির্মিত হবে। এ নিয়ে সোমবার (১০ জুলাই) জেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শারমীন জাহান ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের সমন্বয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, শহীদ জহির রায়হান মিলনায়তন নির্মাণে আর কালক্ষেপণ নয়। ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর একান্ত প্রচেষ্টায় জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী ও জেলা প্রশাসনের সহযোগিতায় বহুতল বিশিষ্ট আধুনিক মিলনায়তন নির্মাণ করা হবে।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় উপসচিব স্বাক্ষরিত সর্বশেষ গত ২জুলাই ফেনী জেলা পরিষদের মালিকানাধীন ৪৩ শতাংশ জমিতে একটি অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস ভবন নির্মাণে একটি প্ল্যান, ডিজাইন ও প্রাক্কলন প্রস্তুত করতে নির্দেশ দেয়া হয়।
এর আগে আজিজ আহম্মদ চৌধুরী ফেনী জেলা পরিষদের প্রশাসক থাকাকালীন বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান বিভিন্ন স্মারকের আলোকে গত ১৩-০৭-১৬ তারিখে জেপফে/প্রকৌ:/বিবিধ/৩৫/২০১৩-৪১৫(৩) স্মারকে ফেনী জেলা পরিষদ কম্পাউন্ডে শহীদ জহির রায়হান মিলনায়তন প্রকাশ টাউন হলটি নির্মাণ ফেনী জেলার গণমানুষের প্রাণের দাবী উল্লেখ করে ফেনীর সাংস্কৃতিক চর্চাকে অব্যাহত রাখা এবং সাংস্কৃতিক কর্মীদের মিলনস্থল জনগুরুত্বপূর্ণ প্রকল্পটি সর্বাধুনিক সুবিধা সংযোজনসহ নির্মাণ করার অনুমোদন দিয়ে বিশেষ বরাদ্দ প্রদানে অনুমোদন দিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। এছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ২০১৪ সালে সয়েল টেস্টের কাগজপত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও ফেনী পৌরসভার অনাপত্তিজনিত কাগজপত্র জমা দেয়া হয়।
শহীদ জহির রায়হানের ছোট ভাই সাইফুল্লাহ মিলনায়তনটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়াতে সরকার, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এটি নির্মাণ হলে ফেনীর সাংস্কৃতিক অঙ্গন আরো মুখর হবে।
মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক আবু তাহের বলেন, অতীতে ফেনীর সাংস্কৃতিক অঙ্গনের একটি সুনাম ছিল। শহীদ জহির রায়হান মিলনায়তন ভেঙ্গে ফেলার পর গত ১০ বছর ফেনীর সাংস্কৃতিক অঙ্গন ঝিমিয়ে পড়েছে। এটি দ্রুত নির্মাণ না হলে সাংস্কৃতিক অঙ্গন আরো ঝিমিয়ে পড়বে। এর আগেও বারবার আশ্বাস দিলেও নির্মিত হয়নি। তিনি সর্বশেষ মিলনায়তন নির্মাণের এ আশ্বাসের প্রতিফলন চান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট ফেনী শাখার সাধারণ সম্পাদক সমর কুমার দেবনাথ বলেন, ভীষণ খুশি খবর হলো দীর্ঘদিন পর হলেও মিলনায়তনটি পুনর্নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। ফেনী-২ আসনের মাননীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীসহ জেলা প্রশাসনকে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শহরের মধ্যে এ ধরনের মিলনায়তন না থাকায় সংস্কৃতি কার্যক্রম স্থবির হয়ে পড়ে। অনতিবিলম্বে জহির রায়হান মিলনায়তনের ভিত্তি প্রস্তর স্থাপন ও কাজ শুরু করার দাবি জানান।
জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেন, জহির রায়হান মিলনায়তনটি পুনর্নির্মাণের অনুমোদনের আশায় বহুবার মন্ত্রণালয়ে চিঠি আদান-প্রদান করা হয়েছে। আশা করা যাচ্ছে, ফেনীর সাংস্কৃতিক কর্মীদের আপনঘর মিলনায়তনটি দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করা হবে।
নিজাম উদ্দিন হাজারী এমপি বলেন, আর কালক্ষেপণ নয়- শিগগিরই যে কোন উপায়ে ওই স্থানে শহীদ জহির রায়হানের নামে বহুতল বিশিষ্ট আধুনিক মিলনায়তন নির্মাণ করা হবে।
প্রসঙ্গত; পুনর্নির্মাণ করা হবে মর্মে ২০০৮ সালে শহীদ জহির রায়হান মিলনায়তনটি ভেঙ্গে ফেলা হয়। বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল স্ব-উদ্যোগে ৫০০ আসন বিশিষ্ট মিলনায়তন নির্মাণে বরাদ্ধ দেয়া হয়। দরপত্র আহ্বান ও সর্বনিম্ন দরদাতাও নির্বাচন করা হয়। ২৯-০১-২০০৯ সালে অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় বিভাগে অনুমোদন না দিয়ে পুনরায় দরপত্র আহ্বানে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে ১৫-০৪-২০১০ সালে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ ও জেলা প্রশাসকের সমন্বয় সভায় ৫০০ আসনের পরিবর্তে ১০০০ আসন বিশিষ্ট আধুনিক মিলনায়তন নির্মাণের দাবি জানানো হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”