সাহাব উদ্দিন :
ডাক বিভাগ যেন হারিয়ে যাওয়া একটি শব্দ। মনে হয় ডাকপিয়নের জ্বর এসেছে। চিঠি না আসলেও এখন আর তা বলা হয় না। কারণ এখন আর আগের মতো যে চিঠি আসে না। আসলে চিঠিপত্রের কি অবস্থা ঠিক না জানলেও ফুলগাজী ডাক বিভাগের যে বেহাল অবস্থা তা এই সড়কটির উপর তাকালেই বোঝা যায়। ফুলগাজীর ডাকঘরের লোকজন পানির ড্রেনের ওপর দিয়ে চলাচল করেন। তাঁদের দুর্ভোগের কোনো অন্ত নেই।
স্থানীয়রা জানায়, ফুলগাজী বাজারের উত্তর অংশে মুহুরী নদীর বাঁধ ঘেঁষে এ প্রধান ডাকঘরটি অবস্থিত। ডাকঘরের নাকের ডগায় রয়েছে নালা নর্দমা আর ময়লা আবর্জনা। এ বিষয়ে কর্তৃপক্ষের কোন নজরদারি বা সংস্কারের কোনো উদ্যোগ নেই বললেই চলে।
ফুলগাজীর ডাকঘরের রানার জানান, সাইকেল নিয়ে সকল এলাকায় গেলেও একমাত্র অফিসের সামনে এসে কাপড় খুলতে হয় ঢোকার সময়। আশপাশের মার্কেটগুলোর পানি নিস্কাশনের জায়গা না থাকায় ওইসব মার্কেটের ময়লা-আবর্জনাসহ গড়িয়ে এসে কাঁচাবাজার ও পোস্ট অফিস সড়কটি একটু বৃষ্টি হলেই ডুবে থাকে।
ফুলগাজী বাজারের মাংস ব্যবসায়ী বাহার মিয়া ট্রেডার্সের স্বত্তাধিকারী মো. আজিম উদ্দিন বলেন, ফুলগাজী বাজারস্থ ডাক বিভাগের সড়কটি একমাত্র সাইনবোর্ডে লিখা থাকলেও বাস্তবে তা খুঁজে পাওয়া মুশকিল। দৈনন্দিন ডাক বিভাগের লোকজনকে বিকল্প পথ হিসেবে মাংস বাজারের ভিতর দিয়ে চলাচল করতে দেখা যায়। তবে সড়কটির বাজারের অংশে পাকা করলেও পোস্ট অফিস সড়কটি কেন পাকা হলো না তা বোধগম্য নয়।
ফুলগাজী উপজেলার এই প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার কামাল উদ্দিন জানান, সড়কটি একেবারে নালা নর্দমা পরিণত হয়েছে। দুর্দশা চরমে, ভোগান্তি পোহাতে হয় ওই সড়কে চলাচলকারীরা। সড়কটি পাকাকরণের লক্ষে গত জানুয়ারি মাসে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তা বরাবর চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। তিনি আরো জানান, ডাকঘর ঘেঁষে গরুর মাংস ও মুরগীর মাংস বিক্রির দোকানপাট ও মাছ বিক্রি করা হয়। এতে অফিস করাটাই একেবারে দুর্বিষহ হয়ে পড়ে। তবে মাংসের বাজারের ভিতর দিয়ে ফুলগাজীর ডাক বিভাগের লোকজনের চলাচলের বিষয়টি তিনি স্বীকার করেন।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিসিঞ্জার চাকমা জানান, পোস্ট অফিস সডকটি পাকাকরণ চেয়ে পোস্ট মাস্টারের চিঠির বিষয় সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, ইতিমধ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিমসহ তিনি সড়কটি পরিদর্শন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত