স্টাফ রিপোর্টার :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আগামীর বাংলাদেশে কোনো মানুষের সাথে কোনো মানুষের বৈষম্য থাকবে না। আজকের প্রজন্মকে বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে। এটির জন্য দরকার সুশিক্ষা। শুধুমাত্র সার্টিফিকেট অর্জন নয়। যে শিক্ষা জাতিকে স্বপ্ন দেখায়। সে স্বপ্ন গ্রাম, উপজেলা, জেলা ও দেশকে সমৃদ্ধ সুন্দর আগামীর দিকে এগিয়ে নিয়ে যাবে। এমনকি বিশ্বকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন।
তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন মেধাবী ছাত্র-ছাত্রী আছে তাঁদের যদি সঠিক পথ নির্দেশনা ও সুযোগ দেয়া হয়, তাঁরা শুধু দেশে নয় আন্তর্জাতিক ক্ষেত্রে স্বীকৃতি বয়ে আনতে পারে। দেশের বহু ছেলেমেয়ে আছে তাঁরা সুষ্ঠুভাবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য সত্য বলি, মিলেমিশে দেশ গড়ি। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা সত্যনিষ্ঠ হও। সত্য কথা বল, সত্য জীবনযাপন গড়। সত্যের শক্তিই তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি বলেন, জানতে হবে জাতির পিতা, জানতে হবে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে যদি আমরা জানি আমরা বাংলাদেশকে জানতে পারব। বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। বঙ্গবন্ধু সবসময় সত্যনিষ্ঠ ছিলেন সত্যের শক্তিতে এগিয়ে গেছেন। সত্যই সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, মিথ্যা আস্তাকুড়ে নিক্ষেপিত হয়েছে।
তিনি বলেন, নতুন প্রজন্মের ব্রত হলো- বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলা, মুক্তিযুদ্ধের সমৃদ্ধ বাংলাদেশ গড়া, আইনের শাসনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া।
শনিবার (১৫ জুলাই) ফেনীর সোনাগাজীর বখতারমুন্সী শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্মূল হবে সন্ত্রাস, নির্মূল হবে জঙ্গিবাদ, এগিয়ে যাবে সোনাগাজী, এগিয়ে যাবে ফেনী, এগিয়ে যাবে দেশ, আমরাই গড়বো বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ এ স্লোগানে ‘স্বপ্ন সাজাই’ সংগঠনের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনাগাজী সরকারি কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন চৌধুরী, বক্তারমুন্সী কলেজের অধ্যক্ষ মোমিনুল হক, সোনাগাজী মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নাছির উদ্দিন, এ সি আই চীফ সেলস অফিসার শামসুদ্দোহা শিমুল।
ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপুর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে জেলা পরিষদ সদস্য খোদেজা খানম শাহীন, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাছির উদ্দিন রিপন, ফেনী জেলা ট্রাক, মিনি ট্রাক, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. আবু শাহীন, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গান, কবিতা, সাধারণ জ্ঞান ও রচনা প্রতিযোগিতাসহ ছয়টি বিষয়ে বিজয়ী ৯৪জন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়।
প্রসঙ্গত; বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা, অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সোনাগাজীর বিভিন্ন স্কুল-কলেজে সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূলে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে কাজ করে আসছিলেন। তাঁরই ফলশ্রুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই প্রথম ফেনীর সোনাগাজীতে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”