স্টাফ রিপোর্টার :
সীমান্তে মাদক পাচারসহ ছোট ছোট সমস্যাগুলো আলোচনার ভিত্তিতে দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক লে. জেনারেল কৃষান কুমার শর্মা প্রকাশ কে কে শর্মা। বিজিবির আমন্ত্রনে শনিবার (১৫ জুলাই) বিকেলে ফেনীর পরশুরামের বিলোনিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
এসময় বর্ডার গার্ড বাংলাদেশে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেন, দুই দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ইতোমধ্যে সীমান্তে দু’দেশের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবি প্রধান আরো বলেন, ফেনী বিলোনিয়া সীমান্তে বিবাদমান মুহুরী চরের সমস্যা নিয়ে একাধিকাবার বৈঠক হয়েছে। বিষয়টি মীমাংসার পর্যায়ে রয়েছে। দ্রুত এটির সুরাহ হবে বলে তিনি আশা করছেন। একই সাথে দু’দেশের সীমান্তে যে সকল বর্ডার হাট রয়েছে তা এক দিন থেকে দু’দিন চালু রাখার বিষয়টি বানিজ্য মন্ত্রনালয়ে জানানো হয়েছে। নতুন কোন সীদ্ধান্ত হলে তা বাস্তবায়ন করা হবে। একই সাথে সীমান্তে আরো নতুন নতুন হাট স্থাপনের সম্ভ্যবতা জাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন।
এর আগে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক কে কে শর্মা ও তার সহধর্মীনি রেনু শর্মা পরশুরামের বিলোনিয়া ইন্টারন্যাশনাল চেকপোষ্ট (আইসিপি) বিলোনিয়া সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করলে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন ফুলেল শুভেচ্ছা জানান। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র একটি চৌকশ দল অতিথিকে গার্ড অব অনার প্রদান করেন।
এসময় বিজিবির ডেপুটি রিজিওনাল (সরাইল ব্রাহ্মনবাড়িয়া) কমান্ডার কর্নেল জিল্লুল হক, বিজিবি-১০ কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল সরওয়ার আলাম, ফেনীস্থ বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল ইসলামসহ বিজিবি কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
পরে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক কে কে শর্মা হেলিকপ্টার যোগে চট্টগ্রাম যান। রোববার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড স্কুল (বিজিটিসিএন্ডএস) এ নতুন নিয়োগ প্রাপ্ত সিপাহীদের রিক্রট সমাপনী কুচকাওয়াজে অংশ নিবেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









