সাহাব উদ্দিন :
ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ে হিসাব সহকারী পদে চাকুরী দেওয়ার নামে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তফুরা আক্তার (৩০) নামে একজন সরকারী কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন অফিস সহায়ক (এমএলএসএস)।
কনিবার (১৫ জুলাই) রাতে তাঁকে ফুলগাজীর থানা পুলিশ উপজেলার বিজয়পুর গ্রামে একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। রোববার ফেনীর বিচারিচক হাকিম আদালতের মাধ্যমে তাঁকে জেলা হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অর্থ আত্মসাতের অভিযোগ করে শনিবার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের তুহিন উদ্দিন নামে এক ব্যক্তি ফুলগাজী থানায় তফুরা আক্তারের বিরুদ্ধে প্রতারনার মামলা দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে হিসাব সহকারী পদে কয়েক মাস আগে লোক নিয়োগের বিজ্ঞপ্তি জারির পর বাদি তুহিন উদ্দিন চাকুরীর জন্য আবেদন করেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। তখন তফুরা তাঁর (তুহিন) প্রবেশপত্রটি ডাকযোগে না পাঠিয়ে নিজের কাছে রেখে দেন। কয়েকদিন পর প্রবেশপত্র দেখিয়ে চাকুরী পাইয়ে দেওয়ার কথা বলে তাঁর (তুহিন) কাছে সাত লাখ টাকা দাবি করেন। এক পর্যায়ে ছয় লাখ টাকায় রাজী হন এবং একটি একশত ও একটি পঞ্চাশ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে তফুরার স্বাক্ষর নিয়ে পাঁচ লাখ ৬০ হাজার প্রদান করা হয়। তুহিনের দাবি-তিনি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও তার চাকুরী হয়নি। এরপর তফুরার নিকট টাকা ফেরতের জন্য বারবার ধর্না দেয়া হলেও তিনি (তফুরা) দিব-দিচ্ছি বলে তালবাহানা শুরু করে।
ইতিমধ্যে তফুরাকে ফেনী জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন সহায়ক (এমএলএসএস) হিসেবে বদলী করা হয়।
টাকা ফেরত না পেয়ে অবশেষে শনিবার ফুলগাজী থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ চাকুরী দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় তফুরা আক্তার নামে একজন সরকারী কর্মচারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেন, কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। দোষী সাব্যস্ত হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত