* ফুলগাজীতে প্রভাবশালী মহলের ঘটনা ধামাচাপা দেওয়ার ব্যর্থ চেষ্টা
সাহাব উদ্দিন :
ফেনীর ফুলগাজীতে এক মাদ্রাসা ছাত্রীর ধর্ষণ ঘটনার ছয় দিন পর নানা নাটকীয়তার পর অবশেষে সোমবার সন্ধ্যায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই ছাত্রী স্থানীয় মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।
রোববার বিকেলে সমাজপতিরা স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যাক্তিকে গলায় জুতার মালা পরিয়ে, নাকে খত ও বিশ হাজার টাকা জরিমানা করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ১১ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কুতুবপুর গ্রামের সোহরাব হোসেন প্রকাশ সোহরাব মিস্ত্রি (৪০) নামে এক ব্যক্তি ওই মাদ্রাসা ছাত্রীকে বাড়ির পাশে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় একটি প্রভাবশালী মহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়।
গত রোববার বিকেলে স্থানীয় কুতুবপুর ঈদগাহ মাঠে এ বিষয়ে শালিস বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী আজম, মুন্সিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সুফিয়ান, সাবেক ইউপি সদস্য সফিকুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শালিসে অভিযুক্ত সোহরাব মিস্ত্রিকে দোষী সাব্যস্ত করে বিশ হাজার টাকা জরিমানা, গলায় জুতার মালা ও নাকে খত দেয়া হয়।
শালিসের খবর পেয়ে ফুলগাজী থানা পুলিশ এলাকায় গেলে অভিযুক্ত সোহরাব হোসেন পালিয়ে যায়।
অপরদিকে ওই ছাত্রীর বাবা জরিমানার বিশ হাজার টাকা নিতে অস্বীকার করেন।
ধর্ষণ জনিত ঘটনার শালিস প্রসঙ্গে মুন্সিরহাট ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন জানায়, সেখানে ধর্ষনের কোন ঘটনা ঘটেনি। তবে মাদ্রাসা ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করা হয়েছে বলে তিনি শুনেছেন।
সোমবার বিকেলে ওই ধর্ষণের ঘটনায় ফুলগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোহরাব হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ মাদ্রাসা ছাত্রী ধর্ষণ জনিত ঘটনায় থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ধর্ষণের ঘটনার শালিস করা আইনের পরিপন্থি। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত