স্টাফ রিপোর্টার :
ফেনীর পরশুরামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ফুলগাজীতে মুহুরী ও কহুয়া নদীর বেড়ি বাঁধের আরও চারটি স্থানে ভাঙ্গনের কারনে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এছাড়া ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চারটি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। শনিবার (২২ জুলাই) ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসনের সাংসদ শিরিন আখতার ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়াসহ বিভিন্ন নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সাহায়তা হিসাবে তিন উপজেলার জেলার জন্য ৭০ মেট্রিক টন চাল ও এক লাখ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ইতিমধ্যে বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষকে ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে।
ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা জানান, উপজেলার মুহুরী নদীর বেড়ি বাঁধের ছয়টি ও কহুয়া নদীর বেড়ি বাঁধের দুটিসহ আটটি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এগুলোর মধ্যে গত শুক্রবার রাতে জিএম হাট ইউনিয়নের উত্তর শ্রীচন্দ্রপুর, বৈরাগপুর ও জগতপুর এলাকায় তিনটি স্থানে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এতে মোট ২২টি গ্রামের আমন রোপা, বীজতলা ও পুকুর তলিয়ে গেছে। এতে ১৫ হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলগাজী উপজেলার জন্য নগদ এক লাখ টাকা ও ৪৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
বিকেলে জেলা প্রশাসক মনোজ কুমার রায় জনগনের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমে অংশ গ্রহন করেন।
পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার জানান, পরশুরামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২৫ হাজার টাকা ও ১৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
মুন্সিরহাট ইউনিয়নের নোয়াপুর গ্রামে বাসিন্দা শেখ নুর উদ্দিন চৌধুরী জানান, এলাকার শেখ নুরুল্লাহ সড়কসহ বিভিন্ন গ্রামীন সড়ক সমুহ গতকালও প্রায় তিন ফুট পানির নিচে তলিয়ে গেছে। এলাকার সব পুকুরের মাছ ভেসে গেছে।
এদিকে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী জানান, বন্যায় তাঁর ইউনিয়নের চার গ্রাম প্লাবিত হয়েছে। জেলা প্রশাসন থেকে কিছু ত্রাণ সহায়তা দেয়া হয়েছে।
অপরদিকে দাগনভূঁঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুর নবী জানান, গত কয়েক দিনের টানাবৃষ্টিতে ও উজানের পাহাড়ী ঢলের পানির তোড়ে তাঁর ইউনিয়নের ছোট কৈখালী, উত্তর কৈখালী, গৌতমখালী গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে বীজতলা, মৎস্য খামারসহ গ্রামীন সড়ক সমুহ পানিতে তলিয়ে গেছে। পুকুরের মাছ ভেসে গেছে।
শিরিন আখতার ফুলগাজী সদর ইউনিয়নের দেড়পাড়া, পরশুরামের কাপ্তান বাজার এলাকা, খোন্দকিয়াসহ বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, জাসদ ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবদুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মোমিন বাবুল, সহসভাপতি রবিউল হক রবি, মোশারফ হোসেন, আবুল খায়ের মেম্বার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী আবদুর রহীম, প্রকাশনা সম্পাদক তসলিম আহম্মেদ চৌধুরী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক বিনোদ বিহারী বিশ্বাস ভানু, জাসদ ছাত্রলীগের ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত









