স্টাফ রিপোর্টার :
ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জনবান্ধব। দেশের গরীব, অসহায় ও দুস্থ মানুষের দু:খ-দুর্দশা লাঘবে কাজ করে আওয়ামী লীগ। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে জননেত্রী শেখ হাসিনা। দুর্গত মানুষের পাশে সবসময় আছে ও থাকবে আওয়ামী লীগ।
রোববার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের পক্ষে পরশুরাম ও ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহাম্মদ চৌধুরী, পুলিশ সুপার এস এম জাহাঙ্গির আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন,পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র স্বপন মিয়াজী, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, জেলা পরিষদের প্যানেল মেয়র হাজী জামাল উদ্দিন, আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন মজুমদার, ফুলগাজী সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সফিকুল হোসেন মহিম, পরশুরাম বিআরডিবির চেয়ারম্যান মো ইয়াছিন শরীফ মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত; ফুলগাজী উপজেলা পরিষদের সামনে বিআরডিবি অফিস চত্বরে, উপজেলার ঘনিয়ামোড়া ভাঙ্গন এলাকা ও পরশুরাম পৌরসভা চত্বরে বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ প্রায় দুই হাজার নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী দেয়া হয়।
উল্লেখ্য; গত বৃহস্পতিবার রাত থেকে টানা বর্ষণে উজানের পানিতে মুহুরী, কহুয়া এবং সিলোনিয়া নদীর ১২টি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে যায় পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । বন্যার পানিতে বিভিন্ন ফসলি জমি, বীজ তলা, রাস্তাঘাট তলিয়ে যায় এবং পুকুর ও খামারের মাছ ভেসে গেছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » স্বেচ্ছাসেবক দলের নেতা বাবুর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত









