সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের খায়রুন নাহার পিনু নামে এক গৃহবধুকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী মাঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন লাশ ফেলে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের পূর্ব চরসাহাভিকারী গ্রামের টেন্ডল বাড়ির মাঈন উদ্দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার স্ত্রী খায়রুন নাহার পিনুকে (২২) পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে গৃহবধুর লাশ ফেলে রেখে পাষ- স্বামী মাঈন উদ্দিন ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।
নিহতের পরিবার জানায়, বিদেশ ফেরত মাঈন উদ্দিনের সাথে সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলী এলাকার খায়রুন নাহার পিনুর সাথে দুই বছর পূর্বে বিয়ে হয়। তার স্বামীর পক্ষ থেকে বাড়িতে ঘর নির্মাণের জন্য ১ লাখ টাকা দিতে যৌতুক দাবি করে আসছিল। এ নিয়ে তাদের পরিবারে কলহ লেগেই থাকত। তার স্বামী তাকে প্রায়ই মারধর করত বলে জানা যায়। গৃহবধু খায়রুন নাহার গত কিছুদিন আগে বাপের বাড়ি থেকে ২০ হাজার টাকা এনে দেয় তার স্বামীকে। বাকী টাকা দিতে না পারায় গৃহবধুর স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিহতের স্বজনরা।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর খোন্দকার জানান, পুলিশ গৃহবধুর লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন