স্টাফ রিপোর্টার :
ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর, রাজাপুর ও পূর্বচন্দ্রপুর ইউনিয়নের ১৭ গ্রামের অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এতে করে বাড়ছে ওই অঞ্চলের পানিবন্দি মানুষের দুর্ভোগ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুটি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত মানুষের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা হলেও একটি ইতিমধ্যে বন্যার পানিতে তলিয়ে গেছে। সিন্দুরপুরের শরীফপুর প্রাথমিক বিদ্যালয়ে খোলা আশ্রয় কেন্দ্রে প্রায় ২০টি পরিবার ঠাঁই নিয়েছে। তিনটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে।
সরেজমিনে ও স্থানীয়দেও সাথে কথা বলে জানা যায়, টানা বৃষ্টি ও উজানের পানিতে দাগনভূঞায় উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। রাস্তাঘাট তলিয়ে বাড়িঘরে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েছে উপজেলার ১৭টি গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। বন্ধ রয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গত এলাকায় দেখা দিয়েছে পানীয় জল ও খাবারের সংকট। ঘরে ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে চুলাও জ্বালাতে পারেনি। বিভিন্ন স্থানে উজানের পানি উঠানামা করছে। এর ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্লাবিত গ্রামগুলোর লোকজন পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। বুধবার (২৬ জুলাই) প্রশাসনের পক্ষ থেকে প্লাবিত এলাকা পরিদর্শন কওে দুর্গত লোকজনের মাঝে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক মো. খালেদ কামাল জানান, জেলার ছয়টি উপজেলায় বন্যা ও বৃষ্টির পানিতে প্রায় নয় শত একর বীজতলা পানিতে তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। নতুন কওে বীজতলা তৈরির জন্য ইতিমধ্যে সোনাগাজী ধান গবেষণা ইনষ্টিটিউট থেকে দুই মেট্রিক টন বীজ সংগ্রহ করা হয়েছে। আরও দুই মেট্রিক টন বীজ ধান সংগ্রহের চেষ্টা চলছে।
যেসব গ্রামের মানুষ পানিবন্দি :
উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৈখালী, দক্ষিন কৈখালী, গৌতমখালী, সেকান্তরপুর, শরিফপুর, নারায়নপুর, চন্দ্রপুর ও কৌশল্যা। রাজাপুর ইউনিয়নের পূর্ব জয়নারায়নপুর, রাজাপুর ঘোনা, ফুল পুকুরিয়া, দক্ষিণ জাঙ্গালিয়া, লতিফপুর, গণিপুর। পূর্বচন্দ্রপুর ইউনিয়নের গজারিয়া, নয়নপুর ও প্রতাপপুর। পানিবন্দি এসব গ্রামের অধিকাংশ গ্রামীণ সড়ক, মাছের খামার, পুকুর, বীজতলা পানিতে তলিয়ে গেছে।
সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী জানান, ঢলের পানি ঢুকে পড়ায় প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছে। শরীফপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দুর্গত এলাকায় সরকারী-বেসরকারি পর্যায়ে ত্রাণ সামগ্রী প্রদান অব্যাহত রয়েছে।
রাজাপুর ইউপি চেয়ারম্যান আ ন ম কাসেদুল হক বাবর বলেন, হঠাৎ করে বিভিন্ন গ্রামে উজানের পানি ঢুকে পড়ায় মানুষজন কষ্ট করছে। ফসলি জমি, বীজতলা, মাছের খামার ও পুকুরের মাছ ভেসে গেছে। রাস্তাঘাট ও গ্রামীণ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পূর্বচন্দ্রপুর মডেল ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, অন্যান্য এলাকায় গত কয়েকদিন ধরে পানিবন্দি থাকলেও পূর্বচন্দ্রপুরে কয়েকটি গ্রামে গত দুইদিন পানি ঢুকে পড়ে। বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও উপজেলা প্রশাসন দাঁড়িয়েছে।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁঞা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে উজানের পানিতে দাগনভূঞার ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে। একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার্ত লোকদেও জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি আক্রান্ত প্রায় এক হাজার পরিবার। মঙ্গল ও বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদেও জন্য দুই মেট্রিক টন চাল ও দুইশত প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নে আরো দুই মেট্রিন টন চাল বিতরণ করা হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন