**সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
: স্টাফ রিপোর্টার :
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২জন চিকিৎসকের পদ আছে। অথচ স্বাস্থ্যসেবা দিচ্ছেন মাত্র পাঁচজন চিকিৎসক। পাঁচজন চিকিৎসকই উপজেলা তিন লাখ মানুষের ভরসা। ফলে ব্যহত হচ্ছে চিকিৎসাসেবা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন কনসালট্যান্ট ও ১৭ জন স্বাস্থ্য কর্মকর্তাসহ চিকিৎসকের মোট ২২টি পদ আছে। বর্তমানে হাসপাতালে যে পাঁচজন চিকিৎসক কর্মরত রয়েছেন তাঁদের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। তাঁকে দাপ্তরিক কাজের পাশাপাশি রোগী দেখতে হয়। বাকি চারজন চিকিৎসক সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
এছাড়া দ্বিতীয় শ্রেণির পাঁচটি পদের মধ্যে একজন, তৃতীয় শ্রেণির ৮৬টি পদের মধ্যে ৫৩ জন, চতুর্থ শ্রেণির ২৪টি পদের মধ্যে মাত্র ছয়জন কর্মরত রয়েছেন।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা আবদুল কাদের নামে একজন রোগী জানান, তিনি চোখের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসক পাননি। পরে বেসরকারি ক্লিনিকে গিয়ে চিকিৎসা নিয়েছেন।
সোনাগাজী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম না থাকায় রোগীদের বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে যেতে হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৭০-৮০জন রোগী আসে। এত অল্পসংখ্যক চিকিৎসকের পক্ষে তাঁদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। হাসপাতালে নিয়মিত চিকিৎসা কার্যক্রম চালাতে হিমশিম খেতে হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল আলম বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক-কর্মচারী সংকট বিষয়ে একাধিকবার চিঠি দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। তিনি বলেন, হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ঠিকমতো সেবা দেওয়া যাচ্ছে না।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”