বিশেষ প্রতিনিধি :
দীর্ঘদিন ধরে অনেকটা প্রকাশ্যে উঠতি বয়সের তরুণ-তরুণী ও শিক্ষার্থীরা অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে ফেনীর তৃপ্তি এগ্রো পার্কে। মালিক পক্ষের কতিপয় অসাধু কর্মচারীর সহযোগিতায় চলে অসামাজিক কার্যকলাপ। প্রকাশ্যে নগ্ন ও অশ্লীল দৃশ্যে একপর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠে। গত মঙ্গলবার অসামাজিক কার্যকলাপের অভিযোগে বিক্ষুব্ধরা স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগের নেতৃত্বে পার্কে অবস্থানরত তরুণ-তরুণী ও শিক্ষার্থীদের বের করে দিয়ে পার্কের মূল ফটকে তালা লাগিয়ে দেন।
স্থানীয়দের ভাষ্যমতে, ফেনীর অদূরে রাণীরহাট এলাকায় কৃষি নির্ভর ও বিনোদনের নামে তৃপ্তি এগ্রো পার্ক প্রতিষ্ঠিত হয়। তবে প্রতিষ্ঠিত হওয়ার পর ‘কৃষি নির্ভর’ না হয়ে, হয়ে উঠেছে অনৈতিক কর্মকান্ড পরিচালনার একমাত্র স্থান। পার্কটি নিরিবিলি ও গাছ-গাছালিতে ভরা থাকায় অসৎ উদ্দেশ্যেধারী ‘কপোত-কপোতীদের’ নিরাপদ আড্ডাস্থান হিসেবে বেশ পরিচিতি লাভ করেছে। চালু হওয়ার পর গত কয়েক বছর ধরে ফেনীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস চলাকালীন সময়ে শ্রেণি কার্যক্রম ফাঁকি দিয়ে ওই পার্কে আড্ডা জমায়। আগত দর্শনার্থীদের মধ্যে ছাত্র-ছাত্রী ছাড়াও উঠতি বয়সের তরুণ-তরুণী, প্রবাসীদের স্ত্রীরা বিনোদনের নামে অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছিলো অভিযোগ ওঠে। এ নিয়ে ফেনীর বিভিন্ন গণমাধ্যমেও অসংখ্য সংবাদ প্রকাশিত হয়।
এদিকে গত কিছুদিন পূর্বে স্কুল চলাকালীন সময়ে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা তৃপ্তি এগ্রো পার্কে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি বেশ কয়েকজন স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীদের আটক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। পার্ক কর্তৃপক্ষকেও স্কুল-কলেজের ড্রেস পরা কোন শিক্ষার্থীকে পার্কে প্রবেশ করতে নিষেধ করা হয়। কিন্তু এরপরও দেদারছে চালিয়ে যাচ্ছেন এসব অপকর্ম মালিক পক্ষ। স্থানীয় এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার কাজিরবাগ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী বুলবুল আহমেদ সোহাগ পার্কে আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে অভিযোগের সত্যতা মিললে তাৎক্ষনিক তাঁর নেতৃত্বে পার্কে অবস্থানরত তরুণ-তরুণী ও শিক্ষার্থীসহ আগত দর্শনার্থীদের বের করে দিয়ে ওই পার্কের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজিরবাগ ইউপির প্যানেল চেয়ারম্যান আবু ইউসুফ সুজন ও এয়াছিন মজুমদার সোহাগসহ বিক্ষুব্ধ এলাকাবাসী।
তালা ঝুলিয়ে দেয়া প্রসঙ্গে কাজিরবাগ ইউপি চেয়ারম্যান কাজী বুলবুল আহমেদ সোহাগ সাংবাদিকদের জানান, পার্কটিতে দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকান্ড পরিচালিত হওয়ার অভিযোগটি মালিক কর্তৃপক্ষকে বার বার জানালেও বিষয়টি আমলে না নিয়ে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এ ধরনের কর্মকান্ডের ফলে শিক্ষার্থীরা পাঠদানে অমনোযোগী হচ্ছে। এতে দেখা দিয়েছে সামাজিক অবক্ষয়। তাই বিষয়টি বিবেচনা করে এলাকাবাসীর উপস্থিতিতে ওই পার্কের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
তৃপ্তি এগ্রো পার্কের মালিক ফখরুদ্দিন আলী আহম্মদ তিতু সাংবাদিকদের জানান, পার্কের জায়গা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। এরই অংশ হিসেবে অন্যায়ভাবে আমার মালিকীয় পার্কটিতে তালা দেয়া হয়েছে। তবে পার্কের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে। তা আদৌ সত্য নয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”