সুরঞ্জিত নাগ :
ফেনীতে মুক্তা আক্তার নামে এক প্রসূতি ও নবজাতক শিশু মৃত্যুর অভিযোগে বৃহস্পতিবার (২৪ আগস্ট) ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান (ক্লিনিক) ‘মিশন হাসপাতাল’ বন্ধ করে দিল জেলা প্রশাসন। ভুল চিকিৎসা ও অবহেলার দায়ে দুপুর ১২টার দিকে ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিকেএম এনামুল করিম হাসপাতালটি পরিদর্শন করে সীলগালা লাগিয়ে দেন। এর আগের দিন বুধবার দিবাগত রাত ৪টার দিকে এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, বুধবার রাত দেড়টার দিকে নিহত মুক্তা আক্তারকে প্রসব বেদনা উঠলে ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মিশন হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে ভর্তি করা হলে তাৎক্ষনিক কোনো চিকিৎসক না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নার্স এবং আয়াদের মাধ্যমে ভুল চিকিৎসা দেয়া হয়। যার ফলে ভুল চিকিৎসার কারণে ভোর চারটার দিকে রোগী ও তার নবজাতক শিশুর মৃত্যু ঘটে।
মিশন হাসপাতালের পরিচালক জালাল আহমদ জানান, এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। অবস্থার অবনতি দেখে ক্লিনিকের চিকিৎসক প্রসূতিকে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন। রোগীনি ফেনী সদর হাসপাতালে মারা যান।
এ প্রসঙ্গে ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা বলেন, প্রসূতি মা ও নবজাতক শিশুটি মারা যাওয়ার পর হাসপাতালে আনা হয়। দুইটি লাশই ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) পিকেএম এনামুল করিম জানান, গত বুধবার রাতে প্রসুতি মুক্তা আক্তার ও নবজাতক শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগে অনির্দিষ্ট কালের জন্য ক্লিনিক সীলগালা করে বন্ধ করে দেয়া হয়েছে। তিনি জানান, অভিযোগ তদন্তে একটি টিম গঠন করা হবে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ক্লিনিকে ভর্তিরত সকল রোগীদের অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য; নিহত মুক্তা আক্তার ফেনী জেলার ফুলগাজী উপজেলার বশিকপুর গ্রামের হারুন অর রশীদের স্ত্রী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”