খাগড়াছড়ি প্রতিনিধি :
রাস্তা থেকে এক পাগলকে উঠিয়ে কানাডা প্রবাসীর বাড়ীতে নিয়ে জবাই করে ফাঁসানোর চেষ্টাকালে এলাকাবাসীর হাতে আটক হয়েছে মিন্টু নামে এক সন্ত্রাসী।
জানা যায়, করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের তরুণ সমাজসেবক কানাডা প্রবাসী আফছার চৌধুরীর কয়লাস্থ নিজ বাড়ীতে গত শুক্রবার রাত ১১টার দিকে বারইয়ারহাটের উত্তর দক্ষিন নাহের গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আমজাদ হোসেন মিন্টু (৩০) এক পাগলকে নিয়ে বাড়ীর একটি কক্ষে ঢুকে একটি ধারালো চুরি দিয়ে পাগলটিকে জবাই করতে চেষ্টা করে। এসময় বাড়িতে থাকা লোকজন পাগলটিকে উদ্ধার করে মিন্টুকে আটক করে।
এলাকাবাসীর জিজ্ঞাসাবাদে আটককৃত জানান স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে পাঠিয়েছে পাগলটিকে হত্যা করে আফছার চৌধুরীকে ফাঁসানোর জন্য।
খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকাবাসী সন্ত্রাসীকে পুলিশের হাতে সোপর্দ করে। পরে পুলিশ সন্ত্রাসী মিন্টুকে আটক করে পাগলটিকে ছেড়ে দেয়। এদিকে ঘটনাস্থলের পাশ্ববর্তী এলাকা সামনেরখীল থেকে রাস্তার মধ্যে পড়ে থাকা পরিত্যক্ত একটি মাইক্রোবাস (চট্রমেট্রো চ-৫১-১১৮০) আটক করে নিয়ে যায় পুলিশ।
কানাডা প্রবাসী আফছার চৌধুরী বলেন, গত শুক্রবার বিকেলে একটি মাইক্রোবাস আমার গাড়ীর পিছু নিয়ে আমাকে অনুসরণ করেছিল। আমরা সতর্ক থাকায় বড় ধরনের কোন ঘটনা ঘটাতে পারেনি সন্ত্রাসীরা। অতীতে ও বর্তমান সময়ে এলাকার মানুষের বিপদ-আপদে পাশে থাকা, বিদ্যুৎ, রাস্তা, মসজিদ ও স্কুলের উন্নতি করার পদক্ষেপে ঈর্ষান্বিত হয়ে এলাকার কিছু দুষ্ট প্রকৃতির লোক এ ধরনের ঘটনাটি ঘটাতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদুল কবির জানান, ফরহাদকে আটক করা হয়েছে এবং গতকাল শনিবার তার বিরুদ্ধে অভিযোগও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত পূর্বক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”