সুরঞ্জিত নাগ :
ফেনীর সোনাগাজীতে রোববার (আগষ্ট) স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যমী যুবকদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করেছে। এর আগেও যুবকরা বালু ও মাটি দিয়ে দুই-দুইবার রাস্তাটি মেরামত করেছে।
সূত্র জানায়, সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের স্লুইজগেট থেকে কাজিরহাট সড়কের ২০০শ গজ স্বেচ্ছায় মেরামতকৃত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে কেউ নজর না দেয়ায় জনদুর্ভোগ লাঘবে স্ব-উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদের সভাপতি এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন লিটন এগিয়ে আসেন। তাঁর নেতৃত্বে ১৫-২০জন যুবক ও সাধারণ মানুষের সহযোগিতায় মানুষ চলাচলের উপযোগী করে গতকাল সোমবার রাস্তাটির মেরামত কাজ শেষ করেন। এছাড়া রাস্তার নিচ দিয়ে পানি চলাচলের জন্য দুইটি পাইপ বসানো হয়।
অপরদিকে স্লুইজগেট থেকে কাজিরহাট সড়কে মেরামতকৃত ২০০শ গজ ওই রাস্তাটির পাশে একটি বক্স কালভার্টের কাজ গত তিন মাস আগে শুরু হলেও আজ অবধি নির্মাণ কাজ শেষ হয়নি। এতে ওই এলাকার স্থানীয় মানুষের চলাচলে কষ্ট ও দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে সাধারণ পথচারীরা অভিযোগ করেন। তাই সেচ্ছাশ্রমে এলাকার উদ্যমী যুবকসহ সাধারণ মানুষ স্বেচ্ছাশ্রমে চলাচল উপযোগী করে বিকল্প রাস্তাটি মেরামত করেন।
স্থানীয় এলাকাবাসী ডা. ফজলুল হক ও মসজিদের ইমাম মাওলানা জিয়াউর রহমান বলেন, ওই সড়কে কালভার্ট নির্মাণের ফলে মাটির বাঁধের ওপর দিয়ে মানুষ চলাচল করত কিন্তু বর্ষায় পানির তোড়ে ওই বাঁধটিও ভেঙ্গে যায়। এতে ওই রাস্তা দিয়ে পায়ে হেঁটে চলাচলেরও কোনো উপায় ছিল না। শেষমেশ ক্রীড়া ও যুব কল্যাণ পরিষদের সভাপতি মাঈন উদ্দিন লিটনসহ স্থানীয় যুবকরা রাস্তাটি মেরামত করায় আবার ওই রাস্তা দিয়ে পথচারীরা চলাচল করতে পারছে।
এ প্রসঙ্গে মনোয়ার হোসেন স্বপন ঠিকাদার বলেন, অতি বৃষ্টির কারণে কালভার্টটির নির্মাণ কাজ শেষ করা যায়নি। আগামী ১৫ দিনের মধ্যে বক্স কালর্ভাটির নির্মাণ কাজ শেষ করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”