স্টাফ রিপোর্টার :
ফেনীর পরশুরামে ধর্ষণের শিকার ১৩ বছর বয়সী এক শিশু সন্তান প্রসব করেছে। তার পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বেসরকারি এনজিও সংস্থা ব্র্যাক। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ফেনী সদর হাসপাতালের বেডে ধর্ষণের শিকার ওই শিশু মাকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবীর, ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অসীম কুমার সাহা, জেলা ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস, জেলা ব্যবস্থাপক (টি বি) অশোক সাহা, জেলা ব্যাবস্থপক (সি ই পি) মো. হাবিবুর রহমান।
জেলা ব্র্যাক প্রতিনিধি অরুণ কুমার দাস জানান, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় ধর্ষণের শিকার অসহায় মাকে নগদ পাঁচ হাজার টাকা তুলে দেয়া হয়। পরবর্তীতে ব্র্যাকের পক্ষ থেকে মা ও নবজাতক শিশুকে পুনর্বাসন করা হবে।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. অসীম কুমার সাহা জানান, গত সোমবার ফেনী সদর হাসপাতালে সিজারের মাধ্যমে তার সন্তান জন্ম নেয়। নবজাতক সুস্থ থাকলেও শিশু মায়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।
গত ২৬ মার্চ ফেনীর পরশুরামে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল। ওই দিন স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবুল কাশেম (৫৫) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। আবুল কাশেম ফেনী কারাগারে রয়েছেন। তিনি উপজেলার কোলাপাড়া গ্রামের ডাকবাংলো চৌমুড়ি এলাকার মুদি দোকানদার।
ধর্ষণের শিকার শিশুটিকে ২৬ মার্চ ফেনী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে গঠিত মেডিক্যাল বোর্ড পরীক্ষা-নীরিক্ষার পর শিশুটি চার মাসের অন্ত:সত্ত্বা বলে জানায়। সেই থেকে শিশুটি ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
পরশুরাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুক করিম সিকদার জানান, এ ঘটনায় ২ এপ্রিল শিশুটির বাবা থানায় মামলা করেন। ৮ জুন আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। শিশুটির ডিএনএ টেস্ট করার পর মামলার অগ্রগতি হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”