সুরঞ্জিত নাগ :
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল হয়ে পড়েছে ফেনী শহরের প্রধান প্রধান সড়কের অন্তত ১৫ কিলোমিটার, প্রায় ৭০ শতাংশ। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে সড়কের বিভিন্ন অংশে ইট ও বালু দিয়ে সংস্কার করা হচ্ছে। কিন্তু বৃষ্টিতে জোড়াতালির এ সংস্কার টিকছে না। বেড়েছে যাত্রীদের ভোগান্তি।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ফেনী শহরের পৌর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ২২ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে ফেনী শহরের সদর হাসপতালের মোড় থেকে জেল রোড পর্যন্ত সড়কের মধ্যে কলাবাগান, একাডেমী এলাকা, কলেজ রোড এবং লালপুল থেকে স্টার লাইন পাম্প পর্যন্ত সড়কের দাউদপুর ব্রিজ এলাকা, ট্রাংক রোড, শান্তি কোম্পানী রোডের মাথা, দেওয়ানগঞ্জ এলাকা এবং মহিপাল থেকে ট্রাংক রোড পর্যন্ত বেহাল হয়ে পড়েছে। বেশির ভাগ অংশের পিচঢালাই উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কের কিছু কিছু গর্তে ইটের খোয়া আর বালু ফেলে সাময়িক সংস্কার করা হচ্ছে।
কথা হয় অটোরিকশাচালক শামীমের সঙ্গে। তিনি বলেন, গত দুই-তিন বছর ধরে শোনা যাচ্ছে ট্রাংক রোড থেকে সদর হাসপাতাল পর্যন্ত সড়কটি সংস্কার করা হবে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। সড়কের কারণে প্রতিদিনই গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
ট্রাংক রোড থেকে দেওয়ানগঞ্জ সড়কে চলালকারী চাড়িপুর রাস্তার মাথা এলাকার বাসিন্দা মো. জাফর উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়কটি এখন চলাচলের উপযোগী নেই ঝাঁকুনি খেতে খেতে পথ চলতে হয়।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ করিম বলেন, যানবাহন চলাচলের সুবিধার্থে বর্তমানে বড় বড় গর্তগুলো ইটের খোয়া ও বালু দিয়ে ভরাট করে দেওয়া হচ্ছে। বরাদ্ধ পেলে সংস্কারের উদ্যোগ নেয়া হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”