স্টাফ রিপোর্টার :
ফেনীতে জেলিযুক্ত চার মণ চিংড়ি মাছ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। মাছে জেলি মেশানোর অপরাধে এক আড়তদারকে ১০দিনের ও ইয়াবাসহ আটক এক যুবককে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় বিভিন্ন অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এক লাখ তেষট্টি হাজার দুইশত টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) দিনব্যাপী জেলা প্রশাসনের পক্ষ থেকে ফেনী পৌর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোহেল রানা।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোহেল রানা জানান, মঙ্গলবার সকালে ফেনীর বড় পৌর মাছ বাজারে অভিযান চালিয়ে বার আউলিয়া নামের একটি মাছের আড়ৎ থেকে প্রায় চার মণ জেলিযুক্ত চিংড়ি মাছসহ মালিক শাহজাহানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় মাছে জেলি মেশানোর অপরাধে তাকে ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
দুপুরে ফেনী শহরের রাজাঝির দিঘির পাড় থেকে বিশ পিস ইয়াবা বড়িসহ ওমর ফারুক নামে এক যুবককে আটক করে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। একই সময়ে শহরের এসএসকে সড়কে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রি, পণ্যের গায়ে মেয়াদ লিখা না থাকাসহ বিভিন্ন অভিযোগে জামাল ব্রেডকে ৫০হাজার, হেলাল ব্রেডকে ৫০ হাজার, দিলদার ব্রেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বিকেলে ফেনী পৌরসভার সামনে প্রকাশ্যে ধুমপান করার অভিযোগে মোশাররফ হোসেনকে ২শ, মাঈন উদ্দিকে ২শ, রোকেয়া শপিং সেন্টারের সামনে মনির উদ্দিকে ৩শ, সুভাষ সাহাকে ৫শ, আবু ইউসুফকে ৫শ, খায়রুল আলমকে ৫শ ও রোকেয়া শপিং সেন্টারে ধুমপানের সতর্কীকরণ নোটিশ না টানানোর দায়ে সেন্টারের তত্ত্বাবধায়ক খুরশিদ আলমকে ১ হাজার, চোরাইপথে আসা বিদেশী সিগারেট বিক্রির দায়ে মহিপালের সুমন স্টোরের মালিক ফিরোজ আলমকে ১০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সোহেল রানা।
অভিযানে জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন চৌধুরী, স্যানেটারী ইন্সপেক্টর এস কে বড়–য়া, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহযোগীতা করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”