স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেছেন, আগামী প্রজন্মকে সুস্থ ও সবলভাবে বেড়ে ওঠার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই আজকের শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহী করে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃণমূলে ক্রীড়া চর্চায় নানামূখী উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়াচর্চায় বাধ্যতামূলকভাবে সরকারী নীতিমালার আওতায় নিয়ে এসেছেন। অন্য মন্ত্রণালয়ের চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনেক সক্রিয়। তৃণমূল পর্যায়ে খেলোয়াড় সংখ্যা বাড়াতে ও আগামী প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং দক্ষ খেলোয়াড় তৈরিতে ফুটবল টুর্ণামেন্ট অনন্য ভূমিকা রাখবে।
বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ফেনীতে সুন্দর আনন্দঘন পরিবেশে এ টুর্ণামন্টের আয়োজনে সাধুবাদ জানান। তিনি বলেন, ‘ফেনী’ দেশের একটি উজ্জলতম নাম ও ঐতিহাসিক স্থান। ফেনীতে তরুণ প্রজন্মকে খেলাধুলায় এগিয়ে নিতে যাঁরা কাজ করছেন তাঁদেরকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, চর্চার মাধ্যমে ক্রীড়াবিদ তৈরিতে ও ক্রীড়াজগতকে আরো বেশি বেশি এগিয়ে নিতে সকলকে কাজ করতে হবে।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীল ও অ্যাডভোকেট রাশেদ মাযহারের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার আবদুল মান্নান ‘পায়রা ও বেলুন’ উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিকেএম এনামুল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদা ফাতেমা চৌধুরী, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ভূঞা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন, পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খাঁন চৌধুরী, ফেনী পল্লী বিদ্যুত সমিতির জিএম মিজানুর রহমান, পৌর কাউন্সিলর ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুর রহমান সাইফু, সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহেদ উদ্দিন মিল্লাত, সদস্য হারুনুর রশিদ মজুমদার, আবদুল মোতালেব চৌধুরী হুমায়ুন, বাহার উদ্দিন বাহার, আজম চৌধুরী, চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজিব, আমজাদ হোসেন বিপ্লব, দেলোয়ার হোসেন ডালিম, আবছারুল হাই চৌধুরী উজ্জল, ইয়াছিন শরীফ মজুমদারসহ জেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায়- সোনাগাজী উপজেলা ফুটবল দলের ৬নং জার্সিধারী খেলোয়াড় ‘আরাদ’ খেলা শুরুর ৩৪ মিনিটের মাথায় ফেনী সদর উপজেলা ফুটবল দলের বিপরীতে গোল করেন। গোল করার এক মিনিট পর বিজয়ী দল ফেনী সদর উপজেলা ফুটবল দলের ১৮নং জার্সিধারী খেলোয়াড় ‘আদনান’ ও ৪৯ মিনিটে মাথায় ৮নং জার্সিধারী নাইজেরিয়ান ‘বুকালো’র গোল করেন। এতে ফেনী সদর উপজেলা ফুটবল দল (২-১) গোলে সোনাগাজী উপজেলা দলকে হারিয়ে জয়লাভ করে।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন- দিলীপ চন্দ্র দাস। সহকারী ছিলেন মো. জসিম উদ্দিন, অরুণ চন্দ্র দাস ও দেলোয়ার হোসেন।
প্রসঙ্গত; ‘জেলা প্রশাসক গোল্ডকাপ’ ফুটবল টুর্ণামেন্টে জেলার ৬টি উপজেলা থেকে ৬টি দল অংশ নিচ্ছে। খেলায় ছয়টি উপজেলাকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়। ‘ক’ গ্রুপে ফেনী সদর, সোনাগাজী ও পরশুরাম। ‘খ’ গ্রুপে ছাগলনাইয়া, দাগনভূঁঞা ও ফুলগাজী। আগামী ২৪ অক্টোবর বিকাল ৩টায় ‘খ’ গ্রুপের ছাগলনাইয়া বনাম ফুলগাজী উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”