স্টাফ রিপোর্টার :
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেছেন, নির্বাচনের জন্য মাঠ ঘোলাটে করবার চেষ্টা করবেন না। ‘সহায়ক সরকার, অমুক-তমুক সরকার’ বলে যারা নির্বাচন বানচাল করতে চায়, তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, বাংলাদেশে আগামী নির্বাচনকে ভ-ুল করতে দেয়া হবে না। তিনি বলেন, সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবাধ, নিরপেক্ষ ও আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সে নির্বাচনে অবশ্যই মহাজোটের সরকার দেশের মানুষের আশা-আকাঙ্খা পূরণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারাবিশে^র মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে রয়। একটি দেশে এতো উন্নয়ন কি করে সম্ভব! দেশের টাকা দিয়েই পদ্মা সেতুর মতো সেতু আজ দৃশ্যমান। যা নির্মাণের পথে।
তিনি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, গণতন্ত্রের সরকার ও মুক্তিযুদ্ধের সরকার। তাই শেখ হাসিনার সরকার, মহাজোটের সরকার বারবার দরকার। তা না হলে এ উন্নয়নের চাকা থেমে যাবে। এ সরকারের আমলে মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, বিনামূল্যে বই বিতরণ, মেয়েদের উপবৃত্তি এবং বর্তমানে ছেলেদের জন্য উপবৃত্তি চালুসহ তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থায় দেশের গ্রামীণ উন্নয়ন বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় মুক্তিযুদ্ধের সব শক্তিকে এক হতে হবে। মহাজোট নেতৃত্বাধীন সরকারের আমলে মুক্তিযোদ্ধারা তাঁদের হারিয়ে যাওয়ার সম্মান ফিরে পেয়েছে। আর যুদ্ধাপরাধী জামায়াতের সঙ্গী বেগম খালেদা জিয়া তাঁদেরকে দেশে মন্ত্রী বানিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করেছে। যারা ধর্মের নামে ব্যবসা করে জঙ্গিবাদ চালায় তাদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।
শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফেনীর ছাগলনাইয়া দারোগার বাজার এলাকায় জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শুভপুর ইউনিয়ন জাসদের এর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শুরুতে শিরীন আখতার এমপি জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন- জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শওকত রায়হান, সহ-সম্পাদক রোকেয়া সুলতানা আঞ্জু, ফেনী জেলা জাসদের সভাপতি কাজী আবদুল বারী ও ছাগলনাইয়া উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু।
শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশর মেম্বারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা নারী জোটের আহ্বায়ক ছালেহা বেগম, উপজেলা জাসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ রেজাউল করিম সরকার, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, ছাগলনাইয়া পৌর জাসদের সাধারণ সম্পাদক রাসেদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন- শুভপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার।
সম্মেলনে আবুল বশর সভাপতি ও নিজাম উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৪৭ সদস্য বিশিষ্ট শুভপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।
শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) আসনের গত তিন অর্থবছরে উন্নয়নের কর্মকান্ডের চিত্র তুলে ধরে ‘উন্নয়নের তিন অর্থবছর’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”