বিশেষ প্রতিনিধি :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য সড়কপথে যাওয়ার প্রাক্কালে শনিবার (২৮ অক্টোবর) ফেনীতে যাত্রা বিরতিতে নেতাকর্মীদের উপস্থিতি ঠেকাতে সরকার দল সমর্থিতরা পথে পথে বাধা সৃষ্টি করে সড়ক অবরোধ করেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের বিভিন্ন স্থানে জড়ো হয়ে অবস্থান নেয় এবং মোহাম্মদ আলী বাজার, দেবীপুর ও লালপুলে গাড়ি বহরে হামলা চালিয়ে ৫টি মাইক্রোবাস ভাংচুর করে। এ সময় সাংবাদিকসহ ১০জন আহত হয়। এছাড়াও দাগনভূঞা উপজেলার তুলাতলী, দুধমুখা ও বেকের বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। মহাসড়কের মোহাম্মদ আলী বাজার ও মহিপাল এলাকায় বিএনপির ব্যানার- ফেস্টুন ছেঁড়ে ফেলা হয়েছে।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে পৌঁছেন। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়।
বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিকেলে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে অভিযোগ করেন, যুবলীগ ছাত্রলীগ নেতাকর্মীরা ফেনীর মোহাম্মদ আলী বাজার, দেবীপুর ও লালপুল এলাকায় গাড়ি বহরের পেছনের অংশে হামলা ও ভাংচুর করে। এসব হামলার জন্য তিনি সরকারী দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে।
গাড়ি বহরে হামলায় আহতদের মধ্যে ডেমরা থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওকত আকবর, ডিবিসি নিউজের ষ্টাফ রিপোর্টার জাকারিয়া, ক্যামেরাপার্সন আপন, একাত্তর টিভির শফিকুল, বৈশাখী টিভির গোলাম মোর্শেদের নাম জানা গেছে। অন্যদের নাম জানা যায়নি। আহতদের বিভিন্ন বেসরকারী ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
ফেনী সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মিজানুর রহমান অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার ফেনীতে যাত্রা বিরতির প্রাক্কালে তাঁকে স্বাগত জানাতে বিএনপি নেতা কর্মীরা মহাসড়কে ব্যানার-ফেস্টুন লাগায়। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুনগুলি গতকাল শনিবার সকালে ছিঁড়ে ফেলে। দলীয় নেতাকর্মীরা যাতে ফেনীতে আসতে না পারে সে জন্য ফেনী-নোয়াখালী সড়কের দাগনভূঁঞার তুলাতলী, বেকের বাজার ও বসুরহাট সড়কের দুধমুখা বাজার এলাকায় গাছের গুড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে। যানবাহন চলাচল করতে না পারায় শুধু বিএনপি কর্মী সমর্থক নয়, সাধারণ মানুষকে দূর্ভোগ পোহাতে হয়েছে।
তিনি বলেন, শুধু বিএনপি কর্মী নয়, সরকারী দলের সন্ত্রাসীদের নিক্ষিপ্ত ইটপাটকেলে বেগম জিয়ার বহরে থাকা সাংবাদিকদের গাড়ী ভাংচুর হয়েছে, কয়েকজন সাংবাদিকও আহত হয়েছেন।
তাছাড়া সোনাগাজী, ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম থেকে যেন দলীয় নেতাকর্মীরা বেগম গিয়াকে স্বাগত জানাতে আসতে না পারে সেজন্য নানাভাবে বাধা সৃষ্টি করে।
যুবলীগ-ছাত্রলীগ শহরে মিছিল করেছে, মহাসড়কের লালপুল, মোহাম্মদ আলী বাজার, দেবীপুর, বিসিক সড়কের মাথায় জড়ো হয়ে মহড়া দিয়ে ভীতি সৃষ্টি করেছে।
তা স্বর্তেও হাজারো নেতাকর্মী এ সব বাধা উপেক্ষা করে বেগম জিয়াকে স্বাগত জানাতে মহাসড়কের বিভিন্ন স্থানে এবং মহিপাল সার্কিট হাউজ সড়কে জড়ো হয়েছেন।
হামলা, ভাংচুর ও মিছিল সমাবেশ এবং বিএনপি অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম হাজারী এ সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বেগম জিয়ার কর্মসূচীর অনেক আগেই ফেনীতে সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী মিছিল সমাবেশের পূর্ব নির্ধারিত কর্মসূচী ছিল। তিনি বলেন, বিএনপি নিজেরাই একাধিক ভাগে বিভক্ত। তাঁরা নিজেরাই নিজেদের সাথে ঝগড়ায় লিপ্ত। আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের বিরুদ্ধে এসব অপপ্রচার মাত্র।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”