জ্যাকসন হাইটস (নিউইয়র্ক) থেকে: ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ভোটাররা। এ ভোটগ্রহণকে কেন্দ্র করে জ্যাকস হাইটস এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকাল ৬টায় জ্যাকসন হাইটসের পাবলিক স্কুল সিক্সটি নাইন ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ শুরু হয়। এখানে ভোটাররা ভোট দিচ্ছেন বাংলা ভাষায় প্রস্তুত করা ব্যালটে। ভোটগ্রহণ করা হচ্ছে ব্যালট এবং মেশিন দু’ভাবেই।
ভোটগ্রহণ শুরু হওয়ার আগ থেকেই এ ভোটকেন্দ্রে বিপুলসংখ্যক বাঙালি ভোটার জড়ো হন। আর ভোটগ্রহণ শুরু হতেই আরও বেড়ে যায় ভিড়। তবে বেশ ভিড় দেখা গেলেও ভোটগ্রহণ চলছে স্বাভাবিকভাবেই। ভোটারদের মধ্যে বেশ আমেজ-উৎসাহও লক্ষ্য করা যাচ্ছে।
এখানে ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা বলছেন, তারা এমন ভিড় এর আগে কখনো দেখেননি। দায়িত্বপ্রাপ্ত এক বাঙালি ভোটকর্মী বলেন, সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রে অনেক ভোটার জড়ো হন। আর ভোটগ্রহণ শুরু হতেই পুরো কেন্দ্র মুখরিত হয়ে ওঠে।
এই কেন্দ্রে এক্সিট পোল জরিপ চালাচ্ছে ‘ছায়া সিডিসি’ নামে একটি সংস্থা। তারাও বলছে, বাঙালি অধ্যুষিত এই ভোটকেন্দ্রে এবারই এমন নজিরবিহীন ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
এদিকে, জ্যাকসন হাইটসের পাশাপাশি ভোটগ্রহণের খর আসছে নিউইয়র্কেরই বাঙালি অধ্যুষিত ব্রুকলিন, ব্রন্কস ও ওজন পার্কসহ বিভিন্ন এলাকা থেকে। সেখানেও ঠিক বাংলা ভাষার ব্যালটে ভোটগ্রহণ চলছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত