স্টাফ রিপোর্টার :
ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে বুধবার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল খেলায় ছাগলনাইয়া উপজেলা দলকে ট্রাইবেকারে ৪-২ গোলে হারিয়ে ফেনী সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়।
খেলায় নির্ধারিত সময়ে উভয় দলের পক্ষ থেকে কোন গোল করতে না পারায় ট্রাইবেকার হয়। ট্রাইবেকারে ফেনী সদর উপজেলা দল ও ছাগলনাইয়া উপজেলাকে ৪-২ গোলে পরাজিত করে বিজয়ের গৌরব অর্জন করে। টুণামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ফেনী সদর উপজেলা দলের খেলোয়াড় জাহাঙ্গীর আলম এবং টুর্ণামেন্টে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নির্বাচিত হন ছাগলনাইয়া উপজেলা দলের খেলোয়াড় আবদুল বাতেন কমল।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা প্রশাসক মনোজ কুমার রায়ের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কুল প্রদীপ চাকমা ও ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
এ সময় অন্যান্যের মাঝে পরশুরাম উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী সাজেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা ফাতেমা চৌধুরী, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাইফুর রহমান সাইফু, ফেনী ফুটবল ফেডারেশনের সভাপতি আবু সুফিয়ানসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটি গ্যালারি ভর্তি দর্শক ও ক্রীড়ামোদী লোকজন উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন- ফিফা রেফারী জি এম চৌধুরী নয়ন, সহকারী রেফারী ছিলেন দিলীপ চন্দ্র দাস ও হারেছ ভূঁঞা।
শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের মাঝে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন।
এর আগে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ৩ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে ফেনী জেলা ক্রীড়া সংস্থার নবনির্মিত দ্বিতল ভবন ও দুইটি গ্যালারির শুভ উদ্বোধন করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”