
স্টাফ রিপোর্টার :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক তদন্ত দল মঙ্গলবার ফেনীর দাগনভূঁঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর লালপুর গ্রাম পরিদর্শন করেন। ট্রাইব্যুনালের তিন সদস্যের নেতৃত্বে ছিলেন জেষ্ঠ্য সহকারী পরিচালক নুরুল ইসলাম। তাঁরা ওই গ্রামে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যাযজ্ঞের তথ্য উপাত্ত সংগ্রহ করেন।
১৯৭১ সালে স্থানীয় শান্তি কমিটি ও রাজাকারদের সহযোগীতায় ওই উত্তর লালপুর গ্রামে পাকিস্তানী সামরিক বাহিনীর বর্বর হামলায় নিহত হয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ১১ জনকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ১৯৭১ সালের ১১ জুন স্থানীয় শান্তি কমিটি ও রাজাকারদের সহযোগীতায় ওই উত্তর লালপুর গ্রামে পাকিস্তানী সামরিক বাহিনীর সদস্যরা বর্বরভাবে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ১০ জনসহ ১১জনকে গুলি করে হত্যা করে।
নিহতরা হলেন-হরলাল পাল, দিলীপ পাল, বিপীন চন্দ্র দাস, কালিপদ ঘোষ, নারায়ন চন্দ্র দে, অমিত লাল ভৌমিক, বিরেন্দ্র কুমার বৌমিক, মতিলাল দাস, প্রিয়তোষ দাস, নরেন্দ্র কুমার দাস ও আনোয়ার মিয়া। আনোয়ার মিয়ার বাড়ি ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী বাজার এলাকায়। তিনি পান কিনতে ওই গ্রামে গিয়ে পাক সেনাদের সামনে পড়ে যান। তখন ওই গ্রামের সংখ্যালঘু হিন্দু পরিবারের ৫০টি অধিক বসতঘরে লুটপাট ও আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছিল।
তখন স্থানীয় শান্তি কমিটি ও রাজাকার সাহাব উদ্দিন, লাতু মিয়া ও বদিউজ্জমান পাক সেনাদের প্রত্যক্ষ ভাবে সহায়তা করেন। অবশ্য তিন রাজাকারের কেউ এখন জীবিত নেই।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমীর মকবুল আহম্মদ তখন জায়লস্কর ইউনিয়ন শান্তি কমিটির নেতা ছিলেন।
ট্রাইব্যুনালের জেষ্ঠ্য সহকারী পরিচালক নুরুল ইসলাম তদন্ত বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নান ও স্থানীয় জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্যরা ১৯৭১ সালে ওই পাক বাহিনী, রাজাকার ও শান্তি কমিটির সদস্যরা কিভাবে হত্যাযজ্ঞ, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিল সেগুলি তদন্ত করতে এসেছিলেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”









