স্টাফ রিপোর্টার :
ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার টাকা ব্যাংক থেকে উত্তোলন করে অফিসে নেওয়ার পথে অভিনব কায়দায় ছিনতাইকৃত আড়াই লক্ষ টাকার মধ্যে এক লক্ষ ৮০ হাজার টাকাসহ পাঁচ ছিনতাইকারীকে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো- খুলনার দৌলতপুর থানার সেনপাড়ার মৃত সিদ্দিক সরদারের পুত্র মো. হাসান (৪৫), একই জেলার খালিসপুর থানার শেখপাড়ার শেখ নজরুল ইসলামের পুত্র শেখ রাসেল (৩৫) এবং শরিয়তপুর জেলার জাজিরা থানার শোলাকান্দি গ্রামের মৃত আবুল কাসেম মৃধার পুত্র মো. নাছির উদ্দিন (৪০) ও একই থানার মৃত রফিকের পুত্র মো. সোহেল (২৬)।
ডিবি পুলিশ সূত্র জানায়, গত ১ নভেম্বর ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতার ১৭ লক্ষ ৪০ হাজার টাকা সোনালী ব্যাংক, ফেনীর প্রধান শাখা থেকে উত্তোলন করে ক্যাশ নিখিলেশ চাকমা ও অফিস সহায়ক আশাদুল্লাহ ব্যাটারী চালিত টমটমযোগে আদালতে যাওয়ার পথে অভিনব কায়দায় দুই লাখ ৫০ হাজার টাকা ছিনতাই হয়। এ ঘটনায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ আলী বাদী হয়ে ফেনী মডেল থানায় এজাহার দায়ের করা হলে এর তদন্তভার দেয়া হয় জেলা গোয়েন্দা বিভাগের উপর।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ ছিনতাইকৃত আড়াই লাখ টাকার মধ্যে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এক লাখ ৮০ হাজার টাকাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”