অজেয় বাংলা ডেস্ক :
নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় বিচার প্রার্থী হয়ে আদালতে মামলা করে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীদের তোপের মুখে পড়ে পালিয়ে বেড়াচ্ছে ধর্ষিতা ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার রামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে।
সরেজমিন রামপুর ৬নং ওয়ার্ডে ধর্ষিতার(১৫)বাড়িতে গিয়ে প্রথমে তাদেরকে না পেয়ে তাদের এক আত্মীয়ের মাধ্যমে সংবাদ পাঠিয়ে পাশের একটি গ্রামে ধর্ষিতা তার মা অজিবা খাতুন ও তার বাবা জয়নাল আবেদীনের সাথে কথা হয়। এসময় তাদেরকে ভীত সন্ত্রস্ত দেখা যায়। প্রথমে ভয়ে মুখ খূলতে সাহস না করলেও এ প্রতিবেদক তাদেরকে অভয় দিলে তারা ঘটনা সম্পর্কে বিস্তারিত জানায়।
ধর্ষিতার মা ও মামলার বাদী অজিবা খাতুন(৪৫) জানান, ২০১৬সালের শুরু থেকে আমাদের পাশ^বর্তী বাড়ির হাজ¦ী মফিজ উল্যাহ(৭০) বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সাথে সম্পর্ক তৈরী করে। তাদের এ সম্পর্ক এক পর্যায়ে দৈহিক সম্পর্কে রূপ নেয়। আমাদের অজান্তে বিভিন্ন সময় তাদের দৈহিক সম্পর্কের কারনে আমার কিশোরী মেয়ে(১৫) ৪ মাসের অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে আমরা হাজ¦ী মফিজ উল্যাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে সমাজ পতিদের শরনাপন্ন হই। কিন্তু হাজি¦ মফিজ উল্যাহ বিত্তশালী হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রভাবশালীরা তার পক্ষ নিয়ে বিচার করার নামে আমাদেরকে নানান ভাবে হয়রানি করতে থাকে। আমার মেয়ের গর্ভের বাচ্চা নষ্ট করার জন্য স্থানীয় মেম্বার রুহুল আমিনসহ, আবুল কালাম, রইছল হক, মমিন ও হোসেন মেস্তরী আমাদেরকে ২লক্ষ টাকা দিতে চায়। কিন্তু আমরা রাজি হইনি। আমরা বিচার চেয়েছিলাম। কিন্তু আমার স্বামী গরীব রিক্সা চালক হওয়ায় আমাদের জন্য কেউ এগিয়ে আসেনি। এরা সকলে মফিজ উল্যার কাছ থেকে টাকা নিয়ে চুপ করে যায়। এমনকি গত ১০ সেপ্টেম্বর সকালে রইছল হক, আবুল কালাম তার বোন হাসিনা আক্তার ও হোসেন মেস্তরী আমার মেয়েকে জোর করে চট্টগ্রাম নিয়ে যায়। সেখানে একটি ক্লিনিকে এভরশন করিয়ে তার গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলে। এদিকে মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে নিরূপায় হয়ে গত ২৮ সেপ্টেম্বর আমি বিচার চেয়ে আদালতে হাজ¦ী মফিজ উল্যাকে প্রধান আসামী করে তার সহযোগী আরো ৭জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করি(মামলা নং ১২২৭/১৬)। মামলা করে আমরা এখন আরো বড় বিপদে আছি। আসামী আবুল কাশেম, আবুল কালাম, হোসেন মেস্তরীসহ প্রভাবশালীরা মামলা তুলে নেয়ার জন্য আমাদেরকে চাপ প্রয়োগ করছে। নতুবা আমাদেরকে এলাকায় থাকতে দিবেনা বলে ধমক দিচ্ছে। আমরা এখন বাড়িতে থাকতেও ভয় পাচ্ছি।
এ ঘটনায় অভিযুক্ত হাজি¦ মফিজ উল্যার সাথে কথা বলতে গেলে তিনি জানান, আমি ষড়যন্ত্রের শিকার। তবুও আমার বিরুদ্ধে অভিযোগ উঠায় স্থানীয় মেম্বার রুহুল আমিনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা একটি গ্রাম্য শালিস ডেকে আমাকে দোষী সাবস্ত করে আমার ১লক্ষ টাকা জরিমানা করে। আমি উক্ত টাকা রুহুল আমিন মেম্বারকে দিয়ে দিয়েছি। তারপরও কেন তারা আমার নামে মামলা করল তা আমি বুঝতে পারছিনা।
ধর্ষণের বিচার গ্রাম্য শালিসে করতে পারা যায় কিনা এবং টাকা নেয়ার বিষয়টি সম্পর্কে রুহুল আমিন মেম্বারের সাথে তার মুঠোফোন ০১৮৬৪৩৪৯০২২ নাম্বারে ফোন করে জানতে চাইলে তিনি জানান, আমি কোন বিচার করিনি এবং কোন টাকাও নিইনি।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, মামলায় যারা আসামী হয়েছে তারা সকলেই এ ঘটনার বিচার প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। তারা মফিজ উল্যার কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে স্থানীয়ভাবে শালিসের মাধ্যমে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করে যাচ্ছে। গ্রাম্য শালিসে মফিজ উল্যাকে দোষী সাব্যস্ত করে রুহুল আমিন মেম্বার মফিজ উল্যার কাছ থেকে ১লক্ষ টাকা নিয়ে তা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে বলেও তারা জানান।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই)রবিউল হক জানান, মামলাটি তদন্তাধীন আছে। তদন্ত শেষে আমি যা পাবো তাই বিজ্ঞ আদালতে উপস্থাপন করবো।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন
- » বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটির পরিচিতি ও শিক্ষার মানোন্নয়নে সভা
- » বাম গণতান্ত্রিক জোটের ঢাকা থেকে চট্টগ্রামের রোডমার্চ ফেনী ছাড়লো- দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকার ব্যক্ত
- » সাপ্তাহিক ফেনী সংবাদ এর প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত