আবুল হাসান
ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে কুয়েত পল্লী, কৈয়ারা দিঘীর পাড়ে আর্দশ গুচ্ছ গ্রাম ও সোনাপুর আশ্রায়ন প্রকল্পে পুর্নবাসিত হতদরিদ্র ও দুঃস্থ তিন আবাসনের আশ্রিত পরিবারসহ নয়টি ওয়ার্ডের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০টাকা কেজি মূল্যের চাল বরাদ্ধ পেয়েছেন মাত্র ২০৩ জন। এ বরাদ্ধ চাহিদার তুলনায় অনেক কম হওয়ায় হিমশিম খাচ্ছে জনপ্রতিনিধিরা। এতে করে পুনর্বাসিত প্রকল্পসহ ইউনিয়নের অনেক হতদরিদ্র ও দুঃস্থ মানুষ এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ওঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নে আশির দশকে কুয়েত সরকারের অনুদানে শতাধিক পরিবারকে পুনর্বাসন করা হয় জয়চাঁদপুর গ্রামে ওই পল্লীটি কুয়েত পল্লী আশ্রয়ন নামে পরিচিত। এছাড়া পুর্নবাসিত সোনাপুর আশ্রায়ন প্রকল্পে ও কৈয়ারা দিঘীর পাড়ে আদর্শ গুচ্ছ গ্রামে অনেক হতদরিদ্র ও দুস্থ পরিবারের বসবাস। ভারত সীমান্তবর্তী ছয়ঘরিয়া, কৈয়ারা এবং ফেনী নদীর তীরবর্তী ভাঙ্গন কবলিত এলাকা হিসেবে পরিচিত জয়পুর, সোনাপুর গ্রামেও অসংখ্য হতদরিদ্র মানুষের বসবাস রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা মূল্যের চাল পাওয়ার সুবিধা পাওয়ার আশায় ওইসব হতদরিদ্র মানুষের মাঝে আশার সঞ্চার হয়েছিল। কিন্ত ওই ইউনিয়নের ৯জন ইউপি সদস্য ও সংরক্ষিত ৩জন মোট ১২ জন ও চেয়ারম্যানসহ ১৩ জন জনপ্রতিনিধিদের মধ্যে ২০৩টি কার্ড বন্টন করা হয়েছে। এতে চাহিদা থাকা সত্ত্বেও পুনর্বাসিত পল্লী ও ওই ইউনিয়নের অসংখ্য হতদরিদ্র মানুষ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ ওঠেছে।
এ ব্যাপারে জানতে চাইলে শুভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাউলের ডিলার হাজী কামাল উদ্দিন জানান, প্রতিদিন অসংখ্য হতদরিদ্র মানুষ ১০টাকা মূল্যের চাল কিনতে আসলেও কার্ড না থাকায় চাল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম জানান, পুর্নবাসিত ও আশ্রয়ন প্রকল্পসহ অসংখ্য দুস্থ ও হতদরিদ্র মানুষের বসবাস শুভপুর ইউনিয়নে। ইচ্ছে থাকা সত্ত্বেও চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় সুবিধা বঞ্চিত হচ্ছে দুস্থ ও অসহায় অনেক লোকজন। তিনি উর্ধ্বতন মহলের নিকট শুভপুর ইউনিয়নে ১০টাকা কেজি দরে চাল সুবিধাভোগীর সংখ্যা বরাদ্ধ বৃদ্ধির দাবি জানান।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন