** ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনের কারাদন্ড **
স্টাফ রিপোর্টার :
ফেনীর মহিপালের সার্কিট হাউজ রোডে অবস্থিত পাসপোর্ট অফিসে পদে পদে হয়রানির শিকার হচ্ছে পাসপোর্ট করতে আসা লোকজন। অফিসের কর্মকর্তাদের যোগ সাজশে এক শ্রেণির অসাধু ট্রাভেল এজেন্সীর মালিক ও দালালরা সেবা গ্রহীতাদের নানাভাবে হয়রানি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভ্রাম্যমান আদালতের অভিযান চালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা। অভিযানে সুবল চন্দ্র ভৌমিক (৩৫) ও শাহরিয়ার (১৯) নামে দুই দালালকে দুই মাস করে কারাদন্ড প্রদান করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পাসপোর্ট অফিসকে ঘিরে এক শ্রেণির দালাল প্রতিনিয়ত পাসপোর্ট করতে আসা লোকজনের সাথে সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত কয়েকগুণ বাড়তি অর্থ নিয়ে পাসপোর্ট করে দেয়ার আশ্বাস দেয় গ্রাহকদের। গ্রাহকরা স্বাভাবিক নিয়মে পাসপোর্ট করতে হলে হয়রানির শিকার হয়। তাই হয়রানি এড়াতে দালালদের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে অলিখিত চুক্তির ভিত্তিতে পাসপোর্ট করেন। এক্ষেত্রে অফিসের কর্মকর্তাদের যোগ সাজশে মধ্যস্থতার ভূমিকা পালনে অসাধু ট্রাভেল এজেন্সীর মালিক ও কর্মচারীরা। ওই অসাধু দালাল চক্র সরকারি বিসিএস কর্মকর্তাদের সীল-স্বাক্ষর জাল করে পাসপোর্টের কাগজপত্র সত্যায়িত করে থাকে এবং পুলিশ ভেরিফেকশনের জন্য অর্থ কন্ট্রাক করেন দালালরা।
এমন খবরের ভিত্তিতে গতকাল পাসপোর্ট অফিস এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল রানা অভিযান চালায়। অভিযানকালে কেবি এজেন্সীর সুবল চন্দ্র ভৌমিক ১২ হাজার টাকায় কন্টাক্ট করে পাসপোর্ট করতে আসা এক গ্রাহকের সাথে অলিখিত চুক্তির সত্যতা মেলে। দালাল সুবল সেই টাকা গ্রহণ করতে গেলে পাসপোর্ট অফিসের সামনে তাকে হাতে নাতে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম দালাল সুবল চন্দ্র ভৌমিককে (৩৫) দুই মাসের কারাদন্ড প্রদানের আদেশ দেন। অপরদিকে ফেনী সরকারি কলেজের এক শিক্ষকের সিল জাল করে সেটি দিয়ে সত্যায়িত করার অভিযোগে অপর দালাল শাহরিয়ারের (১৯) বিরুদ্ধে একই আদেশ দেয় আদালত।
ভ্রাম্যমান আদালতের জিজ্ঞাসাবাদে কারাদন্ডপ্রাপ্ত দালালরা জানান, সরকারি নির্ধারিত ফি’র অতিরিক্ত টাকা হতে প্রতিটি পাসপোর্টে পুলিশ ভেরিফেকসনে দিতে হয় ৭শত টাকা রেগুলার, আর্জেন্ট ৮শত টাকা, পাসপোর্ট অফিসে দিতে হয় ১১০০-১২০০ টাকা। বাকি টাকা যায় দালালদের পকেটে। পাসপোর্ট অফিসের সদস্যদের মাধ্যমে টাকা যায় অফিসে। বিশেষ করে পাসপোর্ট অফিসের সামনে নূর এন্টারপ্রাইজকে কেন্দ্র করে দালাল ও অসাধু ট্রাভেল এজেন্সীর লোকজন পাসপোর্ট করতে আসা সাধারণ গ্রাহকদের অর্থ হাতিয়ে নেয়ার পাঁয়তারায় লিপ্ত রয়েছে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সোহেল রানা ফেনী পাসপোর্ট অফিস এলাকায় দুই দালালকে কারাদন্ড প্রদানের সত্যতা নিশ্চিত করেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”