বিশেষ প্রতিনিধি :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের ছয় লেনের উড়ালসেতু আজ বৃহস্পতিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ উড়ালসেতু উদ্বোধন ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এ সময় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন। এদিকে স্বপ্নের এই উড়ালসেতুর উদ্বোধনকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে ভাসছে ফেনীবাসী।
দক্ষিণ-পূর্ব বাংলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মধ্যবর্তীস্থানে অবস্থিত ফেনীর মহিপালে যাত্রী ও মালবাহী পরিবহনের অতিরিক্ত চাপে যানজট ছিল নিত্যসঙ্গী। ঘন্টার পর ঘন্টা সাধারণ মানুষজনকে যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হতো। এ উড়ালসেতু চালু হলে যানজটের অসহনীয় নাকাল থেকে মুক্তি মেলবে সাধারণ মানুষজনের। সাশ্রয় হবে অর্থ, সময় ও কর্মঘন্টার। ঢাকা-চট্টগ্রাম ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে সহজ যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নে সূচিত হবে সম্ভাবনার নতুন দ্বার। এছাড়া দেশের প্রথম ছয় লেনের উড়ালসেতু হিসেবে এটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের উন্নয়নের অনন্য মাইলফলক হয়েও থাকবে। এই অনন্য উন্নয়ন মাইলফলকের স্বাক্ষী হতে পেরে গর্বিত ফেনীবাসীও।
ফেনী জেলা প্রশাসক মনোজ কুমার রায় জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহিপালে দেশের প্রথম ছয় লেন উড়ালসেতু উদ্বোধন করবেন। তিনি এ সময় ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে কথা বলবেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের লোকজনও উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী গণভবনে উড়ালসেতুর ফলক উন্মোচনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে উড়ালসেতুর এক প্রান্তে চাড়িপুর কোব্বাদ আহম্মদ উচ্চ বিদ্যালয়ের সামনে সেনাবাহিনীর কর্মকর্তাগন উড়ালসেতুর ফলক উন্মোচন করবেন। এরপর উড়ালসেতুর ওপর দিয়ে যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হবে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ফেনীর মহিপালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সার্বিক সহযোগিতায় উড়ালসেতুটি নির্মাণ হওয়ায় পাল্টে যাচ্ছে ফেনীর দৃশ্যপট। এজন্য তিনি ফেনীবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।
ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী জানান, মহিপালে স্বপ্নের উড়ালসেতুটি বর্তমান সরকারের একটি যুগান্তকারি কাজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী যে উন্নয়য়মূলক কর্মকান্ড চালাচ্ছেন এটি তার অন্যতম কাজ। ফেনীবাসী তাঁর এই কাজে দারুণ খুশি, তারা উন্নয়নের এই নেত্রীকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছেন।
আজিজ আহম্মদ চৌধুরী বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে আমরা ফেনীর মানুষই মনে করি, তিনিও ফেনীকে তেমনই ভালোবাসেন, তাই বার-বার ছুটে আসেন ফেনীর উন্নয়নে। ফ্লাইওভার নিয়ে ওবায়দুল কাদেরের আন্তরিকতা কথা তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, মহিপালের প্রবেশপথ চাড়িপুর রাস্তার মাথা থেকে মহাসড়কের ফেনী পল্লী বিদ্যুৎ অফিস পর্যন্ত নির্মিত এই ফ্লাইওভারটির কাজের মান বেশ উন্নত। তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ফেনী-নোয়াখালী মহাসড়কের সংযোগস্থল মহিপালে বৃহৎ এ ফ্লাইওভার চালু হওয়ার পরে মহাসড়কে যানজট অনেকাংশে কমে যাবে। এতে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, ফেনীর ব্যবসা-বাণিজ্যেও উন্নয়নের দ্বার খুলবে।
ফেনী পৌরসভার মহিপাল এলাকার স্থানীয় পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি জানান, এ উড়ালসেতু চালু হলে মহিপালের নিত্যদিনের যানজটের নিরসন হবে।
চট্টগ্রাম-নোয়াখালী রুটের বাস চালক আবু আহম্মদ জানান, উড়ালসেতু চালু হলে ফেনীর পশ্চিমাঞ্চলের গাড়ীগুলো চলাচলে সুবিধা হবে।
সিএনজি চালক অটোরিক্সা সিরাজ মিয়া বলেন, মহিপাল উড়ালসেতু নির্মাণকালে ফেনীর পশ্চিমাঞ্চলের অটোরিক্সাগুলি ফেনী শহরে যাতায়াত করতে পারেনি। এখন থেকে যাত্রী নিয়ে শহরে যাওয়া যাবে।
ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক মো. আবুল কাশেম জানায়, মহিপাল উড়ালসেতু নির্মানকালে ফেনীর পশ্চিমাঞ্চলের সাথে যেন শহরটা বিচ্ছিন্ন ছিল। কোন পাইকার মালামাল কেনার জন্য গাড়ি নিয়ে শহরে ঢুকতে পারেনি। এতোদিন ফেনীর পশ্চিমাঞ্চলের লোকজনকে শহরে যেতে হলে একাধিকবার যানবাহন পরিবর্তন ও পায়ে হেঁটে ভোগান্তি পোহাতে হতো। এটি চালু হলে ওই সমস্যার অবসান হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালের ছয়লেন উড়ালসেতু শুধু ফেনীবাসীর নয়, সারাদেশের যোগাযোগের ক্ষেত্রে এক ভিন্ন মাত্রা যোগ করবে। এটি চালু হলে যানজট কমে যাবে, ঢাকা-চট্টগ্রামসহ দেশের যোগাযোগ ব্যবস্থা আরো এক ধাপ এগিয়ে যাবে।
তিনি বলেন, সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত উড়ালসেতু নির্ধারিত সময়ের ৬ মাস আগে শেষ হয়েছে। ২০১৮ সালের ৩০ জুন পর্যন্ত এ প্রকল্পের মেয়াদ ছিল।
অপর দিকে খায়ের আহম্মদ নামে একজন কভার্ডভ্যান চালক বলেন, মহাসড়কের ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় নির্মানাধীন ওভারপাস (উড়ালসেতু) কাজ শেষ না হলে মহিপালের ৬ লেন উড়ালসেতু যানবাহন চলাচলের জন্য খুলে দিলেও তার সুফল পাওয়া যাবে না। যানবাহনগুলি মহিপাল ৬ লেন উড়ালসেতুর ওপর দিয়ে দ্রুত পার হয়ে গেলেও ফতেহপুর রেলক্রসিং এলাকায় গিয়ে সবগুলি এক লেনেই পার হতে হবে।
প্রকল্প বাস্তবায়নকারী সোনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন বিগ্রেডের প্রধান মেজর জেনারেল ছিদ্দিকুর রহমান সরকার জানান, একশত একাশি কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে ফেনীর মহিপালে দেশের প্রথম ছয় লেনের উড়ালসেতু নির্মাণ কাজ নিদিষ্ট সময়ের ৬ মাস আগেই শেষ হয়েছে।
তিনি বলেন, উড়ালসেতটিু ছয় লেনের হলেও সেতুর নীচের দুই পাশে আরও চারলেন সার্ভিস লেন চালু থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট মহিপালে বস্তুত ১০ লেন সড়কই হচ্ছে।
২০১৫ সালের পহেলা এপ্রিল উড়ালসেতু প্রকল্পের কাজ শুরু হয়। ২০১৮ সালের ৩০ জুন কাজ সম্পন্ন করার কথা থাকলেও সেনাবাহিনী তত্বাবধানে ছয় মাস আগেই কাজটি সম্পন্ন হয়েছে। মূল উড়ালসেতুর দৈর্ঘ্য ৬৬০ মিটার, প্রস্থ ২৪.৬২ মিটার, সার্ভিস রোডের দৈর্ঘ্য এক হাজার তিন শত ৭০ মিটার, সার্ভিস রোডের প্রস্থ ৭.৫ মিটার, এ্যাপ্রোজ রোডের দৈর্ঘ্য এক হাজার একশত ৬০ মিটার, ১১টি স্প্যান, ফুটপাতের দৈর্ঘ্য দুই হাজার দুইশত ১০ মিটার, ১৩২টি গার্ডার রয়েছে।
প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সেনাবাহিনীর সহযোগী প্রতিষ্ঠান আবদুল মোমেন লিমিটেডের প্রকল্প পরিচালক রবীন্দ্র কুমার দাস জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রেখে উড়ালসেতু নির্মান করা ছিল একটি চ্যালেঞ্জিং কাজ। এ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান আবদুল মোনেম লিমিটেড চায়না থেকে গেট্রি ক্রেন এনে সেতুর বড় বড় গার্ডারগুলি নির্মাণ কাজে ব্যবহার করে। তিনি বলেন, সেনাবাহিনী ও স্থানীয় জনগনের সহযোগীতায় এবং গেট্রি ক্রেন ব্যবহারের কারনে নির্ধারিত সময়ের ৬ মাস আগেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”