স্টাফ রিপোর্টার :
দাগনভূঞা উন্নয়ন মেলায় পল্লী বিদ্যুতের তাৎক্ষণিক সেবা কার্যক্রম (ইনস্ট্যান্ট সার্ভিস) গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মেলার প্রথম দিনেই পল্লী বিদ্যুতের স্টলে বিভিন্ন সেবা প্রত্যাশী গ্রাহকের উপচে পড়া ভিড় দেখা গেছে।
ফেনী পল্লী বিদ্যুত সমিতি দাগনভূঞা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী জাহিদুল ইসলাম জানান, দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠে ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনের উন্নয়ন মেলায় পল্লী বিদ্যুতের গ্রাহকদের তাৎক্ষণিকভাবে বিশেষ কিছু সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ এই সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে, নতুন মিটারের জন্য আবেদনের সাথে সাথেই বিদ্যুত সংযোগ প্রদান, মিটার সংক্রান্ত যে কোনো সমস্যা, ঝুঁকিপূর্ণ বিদ্যুত লাইন মেরামত, পুরনো পিডিবির গ্রাহকদের মিটার পরিবর্তনসহ বিভিন্ন ধরনের সেবা।
এদিকে পল্লী বিদ্যুতের বিশেষ এই সেবা কার্যক্রম গ্রাহকদের মাঝে বেশ সাড়া ফেলে দেয়। মেলা শুরু হতে না হতেই পল্লী বিদ্যুতের স্টলে সেবা প্রত্যাশী গ্রাহকরা ভিড় জমাতে থাকে। ফেরদৌস আরা নামে একজন গ্রাহক জানান, তিনি নতুন মিটারের জন্য আবেদন করার দুই ঘন্টার মধ্যেই বিদ্যুত সংযোগ পেয়েছেন। এতো দ্রুত বিদ্যুত সংযোগ পাবেন-এটি তার ভাবনায়ও ছিল না। অতি দ্রুততার সাথে সেবা প্রদানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
পল্লী বিদ্যুত দাগনভূঞা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক(এজিএম) প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ জানান, মেলার প্রথম দিনে তারা নতুন মিটারের জন্য ৪৫টি আবেদন পেয়েছেন। এর মধ্যে বিকেল ৩টার মধ্যে আবেদন করেছেন এমন ২০ জনকে ওই দিনই বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। অন্যদের পরদিন সংযোগ প্রদান করা হবে। এছাড়াও প্রথম দিনে ঝুঁকিপূর্ণ বিদ্যুত লাইন, লাইনের ওপরে থাকা গাছ কাটা, মিটার রিডিং, মিটার পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে বেশ কিছু অভিযোগ ও সমস্যার সমাধান করা হয়েছে বলে তিনি জানান।
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গত কয়েক বছর থেকে দেশের সব জেলা ও উপজেলায় একযোগে ‘উন্নয়ন মেলা’ অনুষ্ঠিত হয়ে আসছে। গতকাল বৃহস্পতিবার প্রধানমণ্ত্রী শেখ হাসিনা গণ ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা ও উপজেলায় পর্যায়ে অনুষ্ঠিত তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় দাগনভূঞা আতাতুর্ক মডেল হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত উন্নয়ন মেলায় উপস্থিত ছিলেন-দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাইফুল ইসলাম ভূঞা, উপজেলা ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চৈতী সর্ববিদ্যা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন, দাগনভূঞা থানার ওসি (তদন্ত) ছমির উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবুল খায়ের মিয়াজী, উপজেলা কৃষি কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.আজিজুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম কে ইমাম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শরিয়ত উল্যাহ বাঙ্গালীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রধান, ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী,উদ্যোক্তাসহ নানা শ্রেণি-পেশার লোক।
মেলার ৪০টি স্টলে মাঠ পর্যায়ে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের প্রদর্শনীসহ নানা সেবা কার্যক্রম তুলে ধরা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”