স্টাফ রিপোর্টার :
ফেনী জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশকে ঘিরে গত শুক্রবার শহরের শহীদ জহির রায়হান মিলনায়তন মাঠ ছিল উৎসব মুখর। বিকেল ৩টার আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে যায়। কর্মীসভা রূপ নেয় বিশাল জনসমাবেশে। কর্মীসভায় ফেনীর রাজাখ্যাত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম খাজা আহম্মদের সময়কার প্রবীণ আওয়ামী লীগারদের উল্লেখযোগ্যসংখ্যক উপস্থিতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজর কাড়ে।
কর্মী সভায় মাঠ পর্যায়ের নেতাকর্মীদের বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও ফেনীর আওয়ামী রাজনীতি ও উন্নয়নের নেপথ্যের চালিকাশক্তি প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের যোগ্য নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার কথা ওঠে আসে বার বার। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার নিজ জেলা ফেনীতে বিএনপির দূর্গ দখলে নেয় আওয়ামী লীগ। স্থানীয় সরকার নির্বাচনে জেলার সবকটি উপজেলা, সবকটি পৌরসভা, ৪৩টি ইউনিয়নের মধ্যে ৪২টি ইউনিয়ন এবং জেলা পরিষদসহ স্থানীয় সবকটি নির্বাচনে একচ্ছত্রভাবে বিজয়ী হয় আওয়ামী লীগ প্রার্থীরা।
নিজাম হাজারী এমপির ডায়ানামিক নেতৃত্বের কারণেই এটি সম্ভব হয়েছে বলে মনে করেন নেতাকর্মীরা। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও তাঁর নেতৃত্বে ফেনীর তিনটি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে প্রস্তুত নেতাকর্মীরা। তাঁরা (বক্তারা) সমাবেশে উপস্থিত কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ফেনীর তিনটি আসনেই নিজাম উদ্দিন হাজারী এমপিকে দলীয় একক প্রার্থী হিসেবে দেখতে চেয়ে মতামত ব্যক্ত করেন।
এছাড়া বক্তারা দলীয় সভানেত্রী ও মনোনয়ন বোর্ডের নিকট ফেনীর তিনটি আসনেই নৌকার প্রার্থী দেওয়ার জোর দাবি জানান।
কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম ও সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক শহীদ উল্লাহ খোন্দকার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”