স্টাফ রিপোর্টার :
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজ নিয়ে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মধ্যম সুলতানপুর গ্রামের শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে ৬০তম অষ্টপ্রহরব্যাপী এক মহানামযজ্ঞ মহোৎসব ও নাট মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
সোমবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে বাংলার মানুষের উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবো। সবাই মিলে দেশ ও মাতৃভূমির উন্নয়নে কাজ করতে হবে। তিনি বলেন, জেলা পরিষদ একটি জনহিতকর ও জনসেবামূলক প্রতিষ্ঠান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্পিত দায়িত্ব হিসেবে আমি জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে সততা ও দক্ষতার সাথে জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন ও সফলতা পৌঁছে দেয়ার চেষ্টা করছি।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফেনী পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী।
বিশেষ অতিথি ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি হীরালাল চক্রবর্তী, কোষাধ্যক্ষ রতি রঞ্জন পাল, নবাবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল হক, ফেনী পৌর মহাশশ্মান কমিটি সাধারণ সম্পাদক রিপন সাহা। স্বাগত বক্তব্য রাখেন- নবাবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানামযজ্ঞ মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি রুপন শর্মা।
সুলতানপুর শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুরেশ চন্দ্র দাসের সভাপতিত্বে ও মহানামযজ্ঞ মহোৎসব পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন চন্দ্র নাথ অনুষ্ঠান পরিচালনা করেন।
বক্তব্য রাখেন- ফেনী জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক বিদ্যুৎ মহাজন, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সঞ্জয় বণিক।
শেষে প্রধান অতিথি সুলতানপুর শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে ‘নাট মন্দিরের’ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
মহানামযজ্ঞ মহোৎসব কমিটি সূত্রে জানা যায়, দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় গতকাল সোমবার ভোরে চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে এ বছর দেশের বিভিন্ন স্থান থেকে চারটি কীর্তনীয়া দল নামসুধা বিতরণ করেন। দুপুরে বিভিন্ন স্থান থেকে আগত সনাতন ধর্মাবলম্ভী ধর্মপ্রাণ ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মঙ্গলবার ভোর ছয়টায় কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, শ্রী শ্রী মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহানামযজ্ঞ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”