স্টাফ রিপোর্টার :
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরাম হত্যা মামলার যুক্তিতর্ক মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) শেষ হয়েছে। আগামী ১৩ মার্চ মামলার রায়ের জন্য দিন ধার্য করা হয়েছে। আদালত জামিনে থাকা সব আসামীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ফেনী জজ আদালতের সরকারী কৌঁসুলী (পিপি) হাফেজ আহাম্মদ জানান, গতকাল মঙ্গলবার জেলা ও দায়রা জজ আমিনুল হকের আদালতে চেয়ারম্যান একরাম হত্যা মামলার সরকার পক্ষ ও আসামী পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ১৩ মার্চ এ মামলার রায় ঘোষনার জন্য দিন ধার্য্য করা হয়েছে।
সরকারী কৌঁসুলী হাফেজ আহম্মদ বলেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলী হিসেবে তিনি আশা করেন এ মামলায় আসামীদের মৃত্যুদন্ডসহ সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তিনি মামলার নায্য বিচার ও আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাবেন।
তিনি বলেন, এ মামলায় ৫৯জন সাক্ষীর মধ্যে বাদী ও তদন্ত কর্মকর্তাসহ ৫০জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬জন আসামীর মধ্যে ১৬জন ফেনীর বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার দায় স্বীকার করে জবানবন্দী প্রদান করেছেন। স্বীকারোক্তি প্রদানকারী ১৬ জনের মধ্যে হেলাল উদ্দিন নামে একজন পরে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য প্রদান করেন। এছাড়া মামলার প্রত্যক্ষদর্শী স্বাক্ষীরাও চেয়ারম্যান একরামুল হকের গাড়ির গতিরোধ, গুলি করে, কুপিয়ে ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার লোমহর্ষক বর্ননা দিয়েছেন।
সরকারী কৌঁসুলী জানান, মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামীর মধ্যে বর্তমানে ১৪ জন কারাগারে, ২৪ জন জামিনে ছিলেন। মামলার শুরু থেকে ১০ জন পলাতক রয়েছেন এবং হামিনে গিয়ে আরও ৭ জন পলাতক হয়েছেন। এছাড়া জামিনে থাকা মো. সোহেল ওরফে রুটি সোহেল নামে একজন আসামী ইতিমধ্যে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছেন।
আদালত মঙ্গলবার জামিনে থাকা আসামীদের জামিন আদেশ বাতিল করে তাদেরকেও কারাগারে প্রেরণের আদেশ প্রদান করেন।
২০১৪ সালের ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় প্রকাশ্য দিবালোকে ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হককে গাড়ীর গতিরোধ করে কুপিয়ে, গুলি করে ও গাড়ীসহ পুড়িয়ে হত্যা করে আসামীরা।
এ ঘটনায় চেয়ারম্যান একরামুল হকের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীসহ অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামী করে ফেনী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। আসামীদের মধ্যে একমাত্র বিএনপি নেতা মিনার চৌধুরী ছাড়া অন্যরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”