স্টাফ রিপোর্টার :
ঋতুরাজ বসন্ত ফাল্গুনের দ্বিতীয় দিনে ভালবাসা দিবসে পড়ন্ত বিকেলে মাঠে বসে মালঞ্চ, রাঙা পলাশ, বাঙ্গালীয়ানা, জসহ দয়বাংলা, নবান্নসহ ১০টি স্টল। গান, নাচ, কৌতুক, আবৃত্তি ও আমন্ত্রিত অতিথিদের অনুভূতি প্রকাশসহ নানা আয়োজন উপস্থিত দর্শকদের চোখে মুখে ও মনে উচ্ছাস এবং আনন্দের দোলা দেয়। নতুন মাত্রা যোগ দেয় সূর্য ডোবার পর পর সন্ধ্যায় আতশবাজির ঝলকানো আলোতে আকাশ রঙ্গিন করে তোলা।
গতকাল বুধবার ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের ব্যতিক্রমী আয়োজন পিঠা উৎসবের জমকালো অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রী, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় পরিণত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বালিগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের ব্যবস্থাপনায় আয়োজিত পিঠা উৎসব ফিতা কেটে উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরী।
আয়োজকরা জানান, প্রতিটি স্টলে ৫৫, ৪৩, ও ৯২টি আইটেমের মুখরোচক পিঠা তৈরি করে আনা হয়।
অনুভূতি ব্যক্ত করেন- জেলা প্রশাসক মনোজ কুমার রায়, জেলা পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, ফেনী সরকারী কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচী, ফেনী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ উৎপল বৈদ্য, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী, জেলা গোয়েন্দা (ওসি) হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, ফাজিলপুর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক রিপন, আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার, পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, মোটবী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ এলএলবি, বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, পৌর যুবলীগের আহ্বায়ক রফিকুল ইসলাম ভূঁঞা, জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ, সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ-সভাপতি জিয়া উদ্দিন বাবলু, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিন্টু, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, ফেনী রিপোর্টার্স ইউনিটের সভাপতি জহিরুল হক মিলু, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজিব খগেশ দত্ত, যুগ্ম সম্পাদক বিপুল শর্মা, গণেশ ভৌমিক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল বণিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, পুবালী সাংস্কৃতি কেন্দ্র ফেনীর সমন্বয়ক সমরজিৎ দাস টুটুল, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আবদুর শুক্কুর মানিক প্রমুখ। সভাপতিত্ব করেন- ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. বেলাল হোসেন।
এ সময় অন্যান্যের মাঝে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের শীর্ষ কৌতুক অভিনেতা ‘হারুন কিসিঞ্জার’ মনোমুগ্ধকর কৌতুক পরিবেশন করে উৎসব অঙ্গন মাতিয়ে রাখে।
গান পরিবেশন করেন- শান্তি রঞ্জন চৌধুরী, শীলা দাসসহ পুবালি সাংস্কৃতিক কেন্দ্র, আর্য্য সাংস্কৃতিক কেন্দ্র ও উদয়ন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা।
স্বরচিত কবিতা আবৃত্তি করেন- কবি ইকবাল চৌধুরী, কবি উত্তম দেবনাথ ও কবি ওয়ায়েদ মজুমদার।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”