স্টাফ রিপোর্টার :
ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, দীর্ঘ নয় বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এ সময় সবাই নিরাপদ ও শান্তিতে বসবাস করেছেন। আওয়ামী লীগ সরকারের চমকপ্রদ উন্নয়ন কর্মকান্ড দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে দলমতের উর্ধ্বে উঠে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। জননেত্রী শেখ হাসিনা এ আসনে যাঁকে মনোনয়ন দিবেন তাঁকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তিনি সবার নিকট ‘নৌকা’ প্রতীকে ভোট চান।
তিনি বলেন, বালিগাঁওবাসীর সবাই মিলে এ পিঠা উৎসবের আয়োজন যেন প্রতি বছর অনুষ্ঠিত হয়। ‘ছাত্রলীগের আয়োজনে এ ধরনের সু-শৃঙ্খল বর্ণিল আয়োজনে পিঠা উৎসব উপহার দেয়া আমার জীবনে প্রথম দেখেছি’ এবং জীবনের প্রথম অভিজ্ঞতা। এ সফল আয়োজনের জন্য জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান তিনি। তিনি অভিভূত হন। তাঁর বক্তব্যে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রশংসায়ও পঞ্চমুখ এ কথাটি ফুটে ওঠে। জেলার প্রতিটি ইউনিয়নে যেন চেয়ারম্যানদের নেতৃত্বে আগামী দিনে পিঠা উৎসব করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। ভালবাসা দিবস উপলক্ষে সবাই যেন ভালো থাকেন তিনি সে প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ফেনী জেলায় অতীতে শান্তিপূর্ণ পরিবেশ-পরিস্থিতি ছিল না। বর্তমানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকায় আজকের জাঁকজমক এ অনুষ্ঠান আয়োজন সম্ভব হয়েছে। তিনি বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মানুষজনও অত্যন্ত নিরাপদে বসবাস করছে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বালিগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শুসেন চন্দ্র শীলের ব্যবস্থাপনায় আয়োজিত পিঠা উৎসব এর আগে বিকেলে ফিতা কেটে উদ্বোধন করেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরী।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”