বিশেষ প্রতিনিধি :
ফেনী জেলার বিভিন্ন উপজেলায় গ্রামীণ সড়ক মেরামত কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বিশেষ করে ফেনী সদর উপজেলার রাজাপুর-লক্ষ্মীয়ারা সড়কের মেরামত কাজে চরম অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে খোদ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান ফেনী জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেন।
গত ১৮ ফেব্রুয়ারি ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক মনোজ কুমার রায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট ওই অনিয়মের ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে- বলা হয়, পদক্ষেপ হিসেবে শুধু সংশ্লিষ্ট ঠিকাদারকে ‘সতর্ক’ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক বলেন, শুধু ‘সতর্ক’ করলে হবে না। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।
ফেনীর স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ সূত্রে জানা যায়, সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রাজাপুর-লক্ষ্মীয়ারা সড়কটি মেরামতের জন্য চলতি বছরের ২৫ জানুয়ারি ঠিকাদারি প্রতিষ্ঠান তাসিন এন্টারপ্রাইজকে কার্যাদেশ প্রদান করা হয়। দুই হাজার ৩০০ মিটার (দুই কিলো. ৩০০ মিটার) দৈর্ঘ্যরে ওই সড়ক মেরামতে প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৪৪ লাখ টাকা। সড়কের মেরামত কাজের মধ্যে রয়েছে, সড়কের বিভিন্ন স্থানে সৃষ্ট খানাখন্দসমূহ ১নং ইটের খোয়া দিয়ে ম্যাকাডম করা। এরপর পাথর ঢালাই দিয়ে কার্পেটিং ও সিলকোট করা। এরমধ্যে কার্পেটিংয়ের পুরুত্ব হবে ২৫ মিলি মিটার এবং সিলকোটের পুরুত্ব হবে ১২ মিলিমিটার।
এদিকে কাজের শুরুতেই অভিযোগ ওঠে অনিয়মের। অভিযোগ রয়েছে, সড়কে সৃষ্ট খানাখন্দগুলো ব্যবহার অযোগ্য অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া দিয়ে ম্যাকাডম করা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান বদিউর রহমান সম্প্রতি তাঁর গ্রামের বাড়িতে এলে বিষয়টি তাঁরও নজরে পড়ে। তিনি বিষয়টি ফেনীর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করেন। এছাড়া সড়কের মেরামত কাজে ব্যবহৃত ব্যবহার অযোগ্য নিম্নমানের ইটের খোয়ার কিছু নমুনা ফেনী জেলা প্রশাসকের নিকটও হস্তান্তর করেন।
গত ১৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় জেলার বিভিন্ন উপজেলায় গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন ও মেরামত কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন জেলা আওয়ামী লীগের সভাপতি, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও ফুলগাজী উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম। এরপর সভার সভাপতি জেলা প্রশাসক মনোজ কুমার রায় ফেনী সদর উপজেলা রাজাপুর-লক্ষ্মীয়ারা সড়কে মেরামত কাজে অনিয়মের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান বদিউর রহমানের অভিযোগের প্রসঙ্গটি তুলে ধরেন। তিনি (জেলা প্রশাসক) ওই সড়কের মেরামত কাজে ব্যবহৃত নিম্নমানের ইটের খোয়ার যে নমুনা এনবিআরের সাবেক চেয়ারম্যান তাঁর কাছে হস্তান্তর করেছেন তা উপস্থিত সদস্যদের সামনে প্রদর্শনও করেন। এ সময় সভায় ফেনীর স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলীর নিকট জানতে চাইলে তিনি সন্তোষজনক কোনো জবাব দিতে পারেননি। জবাবে তিনি শুধু জানান, সংশ্লিষ্ট ঠিকাদারকে ‘সতর্ক’ করা হয়েছে। এ সময় জেলা প্রশাসক বলেন, শুধু ‘সতর্ক’ করে দায় এড়ানো যাবে না। সংশ্লিষ্ট ঠিকাদার ও ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা তাঁকে (জেলা প্রশাসক) দ্রুত জানাতে বলা হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলায় গ্রামীণ রাস্তাঘাট সংস্কার ও মেরামত কাজে অনিয়মের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম। তিনি সভায় উপস্থিত স্থানীয় সরকার বিভাগের নির্বাহী প্রকৌশলীকে উদ্দেশ করে বলেন, আপনার সময়ে রাবিশ (নিম্নমানের ইটের ধূলিকণা) দিয়ে সড়কের মেরামত কাজ চলছে, এও আমাদের দেখতে হচ্ছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্টদের তদারকি আরো জোরদার করতে বলেন।
ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম অভিযোগ করেন, তাঁর উপজেলায় বিভিন্ন সড়কে এত নিম্নমানের কাজ হচ্ছে, অন্য যানবাহন তো দূরে থাক, সাধারণ রিকসা চলাচলেও সড়ক বেশিদিন টিকবে না।
খোঁজ নিয়ে জানা যায়, জেলায় সড়ক মেরামতসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেসব ঠিকাদারি প্রতিষ্ঠানের অনুকূলে কার্যাদেশ প্রদান করা হয়, সেসব প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগই নিজেরা কাজ করে না। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারদের অনেকে অন্যের কাছে কাজ বিক্রি করে দেয়। যদিও অন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের কাছে এভাবে কাজ বিক্রি করার নিয়ম নেই। আর এভাবে কাজ বিক্রির হাত বদল হতে হতে কাজের গুণগতমান রক্ষা করা সম্ভব হয় না।
ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের রাজাপুর-লক্ষ্মীয়ারা সড়ক মেরামত কাজেও এমনটি ঘটেছে। সড়কটি মেরামতে কার্যাদেশ দেওয়া হয় তাসিন এন্টারপ্রাইজকে। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী হলেন কাজী আবু জাহেদ টিপু। ওই সড়কের মেরামত কাজে তার ঠিকাদারী প্রতিষ্ঠান তাসিন এন্টারপ্রাইজ শুধু কাগজে-কলমেই যুক্ত রয়েছে। কয়েকদফা হাত বদল হয়ে খোকন নামে স্থানীয় এক ঠিকাদার ওই কাজ করছেন বলে জানা যায়। জানতে চাইলে তাসিন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী কাজী আবু জাহিদ টিপু ওই সড়কের মেরামত কাজে হাত বদলের বিষয়টি স্বীকার করেন।
ফেনীর স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আলম পাটওয়ারী জানান, ওই সড়কের মেরামত কাজে অনিয়মের বিষয়টি এনবিআরের সাবেক চেয়ারম্যান বদিউর রহমান প্রথমে তাঁকে অবহিত করেন। এরপর তিনি সড়কটি দেখতে সরেজমিনে যান। এ সময় সংশ্লিষ্ট ঠিকাদার তাঁকে জানান, সড়কে রাখা ইট ও ইটের খোয়াগুলো আগের। তিনি (ঠিকাদার) এখনো মেরামতের মালামাল সাইটে আনেননি।
তবে স্থানীয় এলাকাবাসী জানান, নিম্নমানের ওই ইটের খোয়া দিয়েই সড়কের খানাখন্দগুলো ভরাট করা হয়েছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির বিগত সভায় গ্রামীণ রাস্তাঘাট মেরামতে বিভিন্ন অনিয়ম নিয়ে জনপ্রতিনিধিদের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি (নির্বাহী প্রকৌশলী) বলেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের কাজ করতে হয়। তবে কাজের গুনগতমান নিশ্চিত করতে আমাদের চেষ্টার কমতি নেই। এরপরও নানা কথা শুনতে হচ্ছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”