স্টাফ রিপোর্টার :
ফেনীতে গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদেও এ দেশীয় দোসর মিলিশিয়া, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর নারী নির্যাতনের ঘৃণ্য ও ভয়াবহ চিত্র অবলম্বনে ‘বীরাঙ্গনার বয়ান’ নাটক মঞ্চস্থ হয়।
ফেনী থিয়েটার ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগীতায় ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্রের প্রযোজনায় রওশন জান্নাত রুশনির রচনা ও দেবাশীষ ঘোষের নির্দেশনায় ‘বীরাঙ্গনার বয়ান’ নাটকটিতে একক অভিনয় করেন রওশন জান্নাত রুশনি।
নাটকে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে শহর গ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নারীদেও প্রতি পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদেও এ দেশীয় সহযোগীদেও ঘৃণ্য ও ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। কিভাবে শহর ও গ্রামাঞ্চলে মিলিশিয়া, রাজাকার, আলবদও ও আলশামস বাহিনীর সদস্যরা নারীদেরকে ধওে নিয়ে পাকিস্তানী হানাদার বাহিনীর হাতে তুলে দিত এবং পাক বাহিনী তাদের ক্যাম্পে আটক রেখে কিভাবে নির্যাতন করতো অথবা বিভিন্ন বাড়িঘরে ঢুকে ধর্ষণসহ নির্যাতন করা হতো তার চিত্র তুলে ধরা হয়।
এতে মুক্তিযুদ্ধ চলাকালে যশোরের নির্যাতিতা বীরাঙ্গনা বীরমাতা হালিমার জবানিতে ফুটে উঠেছে নির্মম ও ভয়াবহ নির্যাতনের সব কাহিনী। হালিমার জবানিতে বেশ কয়েকজন নির্যাতিত নারী নির্যাতনের চিত্র ফুটিয়ে তোলেন।
স্বাধীনতার পর বঙ্গবন্ধু এসব নির্যাতিত নারীকে ‘বীরাঙ্গনা’ খেতাবে আখ্যায়িত ও সম্মানিত করেন। কিন্তু আজও তাঁরা সমাজে অবহেলিত ও উপেক্ষিত।
আজও পাক-হানাদার বাহিনীর দোসরেরা মুক্তিযুদ্ধ ও বিরোধীতাকারী যুদ্ধাপরাধীদেও মুক্তির দাবিতে সভা-সমাবেশ ও মিছিল করে।
নাটকে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধেও সঠিক ইতিহাস জানতে ও যুদ্ধাপরাধীদেও বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।
একক অভিনয়ে রওশন জান্নাত রুশনি মঞ্চে একাধিক চরিত্রে অভিনয় করেন। দর্শকরাও বিমোহিত চিত্তেÍ নাটকটি উপভোগ করেন। এ সময় মুক্তিযুদ্ধেও সময় পাক-হানাদার ও তাদেও দোসরদের নারী নির্যাতনের ঘৃণ্য দৃশ্য দেখে অনেকের চোখ অশ্রুসজল হয়ে ওঠে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”