সুরঞ্জিত নাগ :
অপরাধ প্রতিরোধে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়তে মাস তিনেক আগে সোনাগাজী পৌর এলাকার ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে ক্লোজড সার্কিট টিভি ক্যামেরা (সিসিটিভি)। এতে করে পৌর শহরে অধিকাংশ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় চলে আসে। পৌরবাসী এর মধ্যে এর সুফল পেতে শুরু করেছে। গত তিন মাসে পৌর এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রবণতা অনেকটাই কমে গেছে। অথচ এর আগে সপ্তাহে এর চেয়ে বেশি অপরাধের ঘটনা ঘটতো। এমনকি কোথাও অপরাধ কর্মকান্ড সংঘটিত হলেও রেহাই পাচ্ছে না অপরাধীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সহজে অপরাধীদের সনাক্ত করে আনা হচ্ছে আইনের আওতায়।
**ফুটেজ দেখে সহজে সনাক্ত হচ্ছে অপরাধীরা, কমছে অপরাধ প্রবণতা
সোনাগাজী পৌরসভা সূত্রে জানা যায়, উপকূলীয় অঞ্চল হওয়ায় সোনাগাজী অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। জনবহুল এলাকা, স্কুল, কলেজ, অফিস, ব্যাংকসহ সবই রয়েছে পৌর এলাকায়। স্থানীয় লোকজন ছাড়াও ভাসমান লোকজনের সমাগম ঘটে। সোনাগাজী বাজারের একাধিক মোড় দিয়ে ফেনী, কোম্পানীগঞ্জ, জোরারগঞ্জ, চট্টগ্রাম, সন্দ্বীপ যেতে বাস, সিএনজি চালিত অটোরিক্সা, ইমাসহ ছোট-খাট যানবাহন ছুটছে। দিন দিন শহরের জনবসতি বাড়ছে, প্রসার ঘটছে ব্যবসা-বাণিজ্যেরও। সকাল থেকে রাত পর্যন্ত বেশ জমজমাট থাকে সোনাগাজী বাজার এলাকা। সবদিক বিবেচনা করে সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকনের উদ্যোগে সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছারের পরিকল্পনায় পৌরসভার অর্থায়নে সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট, পৌরসভা গেইট, কলেজ রোড, থানার গেইট, হাসপাতাল রোড, তাকিয়া বাজারসহ ২৫টি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই সিস্টেমে। যাতে আগামী দিনেও এর সংখ্যা বাড়ানো যায়। এ ক্যামেরাগুলোর কন্ট্রোলরুম করা হয়েছে সোনাগাজী থানায়। থানা বসেই টিভি মনিটরে সার্বক্ষণিক নজরদারি করছে সোনাগাজী থানার পুলিশ। চুরি-ডাকাতি সংঘটিত হলে এ ক্যামেরাগুলো তদন্তের মূল হাতিয়ার হয়ে উঠছে পুলিশের কাছেও। পুলিশ ও পৌরসভার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পৌরবাসী। পাশাপাশি এটাও দাবি করছেন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে মনিটরিং যেন ঠিক ঠাক হয়।
পুলিশ জানায়, গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে সোনাগাজীতে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়। সিসিটিভি ক্যামেরায় অপরাধীদের সেই গতিবিধি ধরা পড়ে। পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে নাশকতা এড়ানো সম্ভব হয়। ফুটেজ দেখে কিছু অপরাধীকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হয়েছে। সম্প্রতি সোনাগাজীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা এবং মোবাইল চুরির ঘটনাটি সিসিটিভি ফুটেজ দেখে দুইজন রোহিঙ্গাকে আটক করে সাধারণ মানুষ পুলিশের নিকট সোপর্দ করেছে বলে জানা যায়।
এদিকে সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট এলাকায় ভাসমান হকারদের এবং সিএনজি চালিত অটোরিকসা স্ট্যান্ড বারবার সরানোর পরও কোনো সুফল মিলতো না। উচ্ছেদের পরপরই পুলিশ ও প্রশাসনের লোকজন সরে গেলে হকার ও সিএনজি গাড়িগুলো আগের জায়গায় ফিরে আসতো। এতে করে শহরে নিত্য যানজট লেগে থাকতো। সিসিটিভি ক্যামেরা বসানোর পর ফুটেজ দেখে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ায় ভাসমান হকারদের উপদ্রব কমে গেছে। যানজট অনেকটা কমে গেছে।
সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার জুনায়েত কাউছার জানান, অসামাজিক কার্যক্রম বন্ধ করতে ও চুরি-ছিনতাই ঠেকাতে পুলিশ প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে সিসিটিভির সুফল মিলছে এমনটাই দাবি করেন তিনি। তিনি বলেন, সোনাগাজীতে মানুষের নিরাপত্তা যেমন বাড়ছে তেমনি পুলিশের এই ক্যামেরাগুলো বিভিন্নভাবে উপকারে আসছে। দোকানে চুরি, মারামারি, পাল্টা-পাল্টি হামলার ঘটনায় সিসিটিভির ফুটেজ অপরাধীকে ধরতে সাহায্য করছে। তিনি বলেন, যানজট, অপরাধ (ক্রাইম), সমাজবিরোধী কাজকর্ম, ইভটিজিং এই বিষয়গুলো রোধ করা যাবে।
সোনাগাজী পৌরসভার মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, নিরাপত্তার বড় হাতিয়ার সিসিটিভি। বিপদ-আপদ আগ থেকে জানান দিয়ে আসে না। তাই আগ থেকেই সতর্ক থাকার জন্য এ উদ্যোগ নিয়েছি। জনগণের নিরপত্তার স্বার্থে পুলিশকে সঙ্গে নিয়ে বারবার বৈঠক করা হয়েছে। পরবর্তীতে পৌরসভার অর্থায়নে সাড়ে ১২ লাখ টাকা ব্যয়ে সোনাগাজী বাজার এলাকাসহ ২৫টি স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পৌরবাসীকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে এমন উদ্যোগ বলে তিনি জানিয়েছেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”