সুরঞ্জিত নাগ বীরভূম থেকে :
আত্মপ্রত্যয়ী হয়ে খেলে রানের পাহাড় গড়ে বাংলাদেশের ফেনী জেলা ক্রিকেট দল। দুর্দান্ত বোলিংয়ে দাঁড়াতে পারেনি ভারতের এম জি আর একাডেমী দল। যুতসুঁই খেলা দেখাতে পারেনি ভারতীয় দল। সবকটি উইকেট হারিয়ে ৮৭ রানে থমকে দাঁড়ায়। ফলে ১২০ রানে জিতে ফেনী জেলা ক্রিকেট দল।
বুধবার (৭ মার্চ) মৈত্রী কাপ টুর্ণামেন্টে ভারতের পশ্চিমবঙ্গে বীরভূম জেলার দুরবাজপুরে এম জি আর স্পোর্টস একাডেমীর মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার শুরুতে ১৫ মিনিটের মাথায় ফেনী জেলা ক্রিকেট দলের দুই উইকেটের পতন ঘটে। এতে মাঠে উপস্থিত সমর্থক ও সতীর্থদের মাঝে কালো ছায়া নেমে আসতে দেখা যায়।
পরবর্তীতে খেলা ধরে রাখে ব্যাটসম্যান মো. পলাশ ও আদনান। অলরাউন্ডার খেলোয়াড় তৌহিদুর রহমানের মারমুখী মেজাজে চার রানে তার রানের খাতা খুলেই দ্বিতীয় বলে ছক্কা মেরে দেশের সমর্থকদের করতালিতে সেসময় সরগরম হয়ে উঠে মাঠ। তিনটি ছয় ও দুইটি চারসহ দলের ঝুড়িতে মূল্যবান ৩১ রান সংগ্রহ করে সে।
দলের ব্যাটস্ম্যানদের মধ্যে সর্বোচ্চ রান করে মোহাম্মদ হোসেন রিংকু ৩৪, তৌহিদুর রহমান ৩১ ও রহমত উল্যাহ রনি ২৯।
৩৫ ওভারের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফেনী জেলা ক্রিকেট দল ৮ উইকেটে ২০৭ রানের পাহাড় গড়ে। গড়ে প্রতি ওভারে ৫.৯ রান। এর জবাবে ভারতের এম জি আর একাডেমী ২৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৭ রান করে হেরে যায়।
এদিকে ভারতের এম জি আর একাডেমী দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান শোভন সুরানা চোখ জুড়ানো শট খেলে ৪৭ রান নেয়। রিয়াদের বলে শোভন ক্যাচ আউট হওয়ার পর আর কোন ব্যাটসম্যান ফেনী দলের বোলারদের মুখোমুখি দাঁড়াতে পারেনি। শেষ পাঁচ ওভারে পাঁচজন হার শিকার করে প্যাভিলিয়নে ফিরে যায়।
বিদেশের মাটিতে বড় ব্যবধানে এ জয়ের পর ফেনী জেলা দলের খেলোয়াড়রা আনন্দ-উচ্ছাস ও ভাব বিনিময় করে। বাংলাদেশের সমর্থকদের মুখে চওড়া হাসি ফুটে উঠে।
শেষে ম্যান অব দ্যা ম্যাচ জয়ী মো. পলাশের হাতে ট্রফি তুলে দেন ভারতের এম জি আর একাডেমীর যুগ্ম সম্পাদক আবদুর রহিম মোল্লা।
ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহেদ উদ্দিন মিল্লাত জানান, একই মাঠে আগামী ৯ ও ১০ মার্চ দুই দলের সাথে টি-টুয়েন্টি প্রীতি ম্যাচ খেলা হবে।
প্রসঙ্গত; দু’দেশের মধ্যে অনুষ্ঠিত ‘মৈত্রী কাপে’ অংশ নিতে ভারতের এম জি আর একাডেমীর আমন্ত্রনে ফেনী জেলা ক্রিকেট দল গত ৫ মার্চ বাংলাদেশের ফেনী জেলা ক্রিকেট দল পশ্চিমবাংলার বীরভূম জেলায় পৌঁছে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”