সুরঞ্জিত নাগ :
ফেনীতে এ বছর গাছে গাছে আমের মুকুলের সমারোহ। প্রতিটি গাছের শাখায় আমের মুকুল যেন প্রকৃতিতে অপরূপ সাজে সাজিয়েছে। যেন হলুদ আর সবুজের মহামিলন। মৌমাছির দল গুণ গুণ শব্দে মনের আনন্দে ভিড়তে শুরু করেছে গাছের শাখায় শাখায় আম্র মুকুলে।
ফেনী সদরসহ জেলার বিভিন্ন উপজেলার এলাকা ঘুরে দেখা যায় সারি সারি আম গাছ। এলাকার মানুষ এখন গাছে আমের মুকুল ধরে রাখতে নানা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে আমের মুকুল ঝরে পড়ে। ফলে মুকুল থেকে আশানুরূপ আম আসে না। ফলে ভরা মৌসুমেও স্থানীয় বাজারগুলোতে দেশীয় আমের চেয়ে বিভিন্ন জায়গা থেকে আসা হরেক আমে সয়লাব হয়ে যায়।
তবে এ বছর প্রথম দিক থেকেই গাছে গাছে আম্র মুকুলের সমাহার দেখা যাচ্ছে।
দাগনভূঞা উপজেলার কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফ বলেন, বর্তমানে আবহাওয়ার যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে আমের জন্য অনুকূলই হবে।
সদর উপজেলা কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তা প্রণব চন্দ্র মজুমদার বলেন, গত বছরের চাইতে এ বছর শীত ও কুয়াশার দাপট অনেকাংশে কম ছিল। এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। ঝরে পড়েনি মুকুলও। মুকুলের রোগবালাইয়ের আক্রমণ থেকে রক্ষা করতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী এলাকার আম চাষিরা প্রয়োজনীয় ওষুধ স্প্রে করছেন।
সোনাগাজীর আম বাগানের মালিক সাবেক সেনা কর্মকর্তা মো. সোলায়মান জানান, গাছে মুকুল আসার পর থেকেই তারা গাছের প্রাথমিক পরিচর্যা শুরু করেছেন। মুকুলের রোগবালাই আক্রমণ থেকে রক্ষা পেতে স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী গাছের পরিচর্যা করছেন।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন জানান, ছত্রাকজনিত রোগে আমের মুকুল, ফুল ও গুটি আক্রান্ত হতে পারে। এ রোগ গাছের ক্ষতি করে। এজন্য তারা নিয়মিত লোকজনকে পরামর্শ দিয়ে আসছেন।
জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ড. খালেদ কামাল বলেন, বর্তমানে আবহাওয়া অনুকূলে রয়েছে। যা আমের বাম্পার ফলনের জন্য উপযোগী। এ অবস্থায় থাকলে এবার বাম্পার ফলন হবে এটা আশা করা যায়।
আম্র মুকুলে শোভিত একটি গাছ। আমের মুকুলে নুয়ে পড়া চারা গাছটির ছবি সম্প্রতি সোনাগাজী থানা কম্পাউন্ডে তোলা -অজেয় বাংলা
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”