স্টাফ রিপোর্টার :
ফেনীতে ‘এসো মিলি সবাই নবান্নের উৎসবে’ শ্লোগানে আগ্রাহয়নে প্রথম দিন ধান কাটা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে মঙ্গলবার নবান্ন উৎসব পালিত হয়েছে।

সকালে ফেনী শহর তলীর বিজয়সিংহ এলাকায় ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের সুচনা করা হয়। ধান কাটা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। এ সময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহীদুল হক, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল করিম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. ইফতেখার আহমেদ চৌধুরী, বিএডিসি (বীজ) উপ-পরিচালক রুহুল আমিন, জেলা মৎস কর্মকর্তা মো. মনিরুজ্জমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।
বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। পিঠা উৎসবে নারীদের পরিচালিত ১০টি সংস্থার ষ্টলে রকমারী পিঠার সমাহার দেখা যায়।

একই সময় শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজ করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবময় দেওয়ানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিন উল আহসান। বিশেষ অতিথি ছিলে সরকারী জিয়া মহিলা কলেজের অধ্যক্ষ ফাতেমা আফরোজ।
সব শেষে জেলার দক্ষিন মাথিয়ারা আইপিএম ক্লাবের সৌজন্যে সনাতন কৃষি ও আধুনিক কৃষি সরঞ্জাম প্রদর্শন এবং কৃষি ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”
- » ফরহাদনগরে ছাত্রদল নেতা জিয়া উদ্দিনের ভয়ে বসতবাড়ি ছেড়ে পথে ঘুরছে বৃদ্ধা দুই অসহায় বোন









