স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ঐতিহ্যবাহী সাফল্য উদযাপন উপলক্ষে রোববার (২৫ মার্চ) সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের উদ্যোগে ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। হারিয়ে যেতে বসেছে এমন বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা হাজার হাজার দর্শক উপভোগ করে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় ১০টি দল অংশগ্রহণ করেন। ছয় পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় ৪নং ওয়ার্ড দল এবং ৩ পয়েন্ট পেয়ে সচিব একাদশ দল রানার্স আপ হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম।
ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল হক রিপনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান চৌধুরী ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক মো. সোলায়মান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাঁচগাছিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, মোটবী ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ এলএলবি, শর্শদি ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঁইয়া ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শাহ আলম।
এ সময় অন্যান্যের মাঝে ফাজিলপুর ডব্লিউ বি কাদরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ব্যাংকার মো. মুছা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিয়াজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মহসিন অপু, স্থানীয় ইউপি সদস্য, ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনা করেন- মো. শাহা আলম। খেলায় রেফারির দায়িত্ব পালন করেন- মর্তুজা ভূঞা, ফরিদ মেম্বার, নারায়ন চন্দ্র দাস ও সুনীল মাস্টার।
শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ৪নং ওয়ার্ড দলকে ২০ হাজার টাকার প্রাইজমানিসহ ট্রফি, রানার্স আপ সচিব একাদশ দলকে ১০ হাজার টাকার প্রাইজমানিসহ ট্রফি এবং তৃতীয় স্থান অর্জনকারী ৯নং ওয়ার্ড দলকে ৫ হাজার টাকার প্রাইজমানিসহ ট্রফি তুলে দেন।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”