স্টাফ রিপোর্টার :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে এনা ফেনী মিডিয়া কাপের প্রথম আসর সম্পন্ন হলো। গতকাল মঙ্গলবার বিকালে ফেনী পাইলট হাইস্কুল মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে মুহুরী ওয়ারিয়ার্স ও রানার্স আপ হয় বিজয়সিংহ রাইডার্স দল।
পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মনোজ কুমার রায় বলেছেন, তরুণ সংবাদকর্মীদের এমন একটি ব্যতিক্রমী আয়োজনে ফেনীতে সাংবাদিকদের বিভেদ ভুলে গড়ে উঠবে সৌহার্দ্য, তৈরি হবে ঐক্যের বন্ধন। এমনটাই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।
এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউসার, ফেনী মডেল থানার ওসি রাশেদ খান চৌধুরী, ফেনী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর আতিক উল্লাহ ফয়সাল, ফেনী প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, অপরাংশ সভাপতি আজাদ মালদার, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি জহিরুল হক মিলু, সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন, খেলার টাইটেল স্পন্সর এনা পরিবহনের জেনারেল ম্যানাজার আতিকুল আলম, কো-স্পন্সর নজির আহমদ গ্রুপের চেয়ারম্যান মো. নুর উদ্দিন, শাহজাহান ভূঁঞা সাজু, মো. সায়েমসহ অন্যান্য কো-স্পন্সরবৃন্দ।
ফাইনাল খেলায় গোল্ডেন শিশু পার্কের দল বিজয় সিংহ রাইডার্সকে ৪৫ রানে হারিয়ে জয়লাভ করে নজির আহম্মদ গ্রুপের দল মুহুরী ওয়ারিয়ার্স।
পরে সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্যদিয়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রপি তুলে দেন আয়োজক কমিটি ও অতিথিরা।
ফেনী মিডিয়া স্পোর্টস ফোরামের আহবায়ক আতিয়ার হাওলাদার সজলের সার্বিক তত্ত্বাবধানে মিডিয়া কাপের সমন্বয়ক শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় বিভিন্ন ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ২৫ মার্চ সকালে ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের উদ্বোধন করেন। টুর্ণামেন্টে জেলার সকল সংবাদকর্মীদের আটটিদল অংশগ্রহন করে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”