মোতাহের হোসেন ইমরান :
‘বৃষ্টি হলে সড়ক দিয়ে কলেজে যাওয়া-আসার সময় খুব সতর্ক থাকতে হয়। কারণ, বৃষ্টি হলে সড়কের গর্তগুলো কাদা পানিতে ভরে যায়। গাড়ির চাকা গর্তে পড়লে কাদা পানি ছিটকে পড়ে জামাকাপড় নষ্ট হয়ে যায়। কলেজে না গিয়ে ভিজে যাওয়া কাপড় নিয়ে বাড়ি ফিরতে হয়।’ বলছিলেন সোনাগাজীর শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজের ছাত্র ফাহাদ রহমান। সোনাগাজীর ডাকবাংলা-কাজীরহাট সড়কের ডাকবাংলা থেকে বক্তারমুন্সি অংশের দুরাবস্থার কথাগুলো বলেন তিনি।
সরেজমিনে দেখা যায়, সড়কের ডাকবাংলা থেকে বক্তারমুন্সি পর্যন্ত এক কিলোমিটার অংশ বেহাল। সড়কের এ অংশ ছোট-বড় অসংখ্য খানাখন্দ। এ কারণে পথচারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয় লোকজন বলেন, সড়কের এই এক কিলোমিটার অংশে রিকশা চালাতে চায় না চালকরা। দু’একটা চললেও ওইসব চালকরা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে। এছাড়া সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের চালকদের বাড়তি ভাড়া দিয়ে চলাচল করতে হয় সাধারণ যাত্রীদের। ওই সড়কে কাদাপানির কারণে হেঁটে যাওয়া কষ্টকর। রিকশাচালক জামাল উদ্দিন বলেন, সড়কে বড় বড় গর্তের কারণে প্রতিদিনই রিকশার যন্ত্রপাতি ভেঙে যায়। এতে তাঁরা ক্ষতিগ্রস্থ হন। ক্ষতি পুষিয়ে নিতে ভাড়া বেশি চাইলে অনেকে রিকশায় উঠতে চান না।
এলাকাবাসী জানান, বেহাল এ সড়ক দিয়ে উপজেলার মঙ্গলকান্দি, চর মজলিশপুর, বগাদানা ও চর দরবেশ ইউনিয়নের জনসাধারণ ডাকবাংলা হয়ে সোনাগাজী উপজেলা সদর ও ফেনী শহরে চলাচল করেন। এছাড়া সড়কটি দিয়ে বক্তারমুন্সি শেখ শহিদুল ইসলাম ডিগ্রি কলেজ, মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়, বখতারমুন্সী ফাযিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী যাতায়াত করে।
স্থানীয় বক্তারমুন্সি বাজার প্রায় দুইশত বছরের প্রাচীন ও ফেনীর দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় বাজার। বাজারটি শীতলপাটি ও পাটি বেচাকেনার জন্য বিখ্যাত।
শীতলপাটি ব্যবসায়ী আবু হানিফ বলেন, গোটা এলাকার মানুষ হাটবারে শীতলপাটি ও পাটি বিক্রির জন্য বাজারে নিয়ে আসেন। পথে কাদাপানির ছিটা পড়লে সেগুলো ক্রেতারা কিনতে চান না। এতে দাম কমে যায়। তিনি বলেন, এখানকার তৈরি পাটি দেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা সরবরাহ করেন। চলাচল অযোগ্য সড়কের ফলে ব্যবসায়ীদের পরিবহন খরচও বেড়ে গেছে।
বক্তারমুন্সি বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মীর নাসিরউদ্দিন বলেন, সড়কের দুরবস্থার কারণে সাধারণ ক্রেতারা বাজারে আসতে চান না। এছাড়া পণ্য পরিবহনে খরচ বেড়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল জানান, চলাচলে অনুপযোগী সড়কটির বিষয়ে সড়ক বিভাগকে কয়েকবার জানানো হয়েছে। তবে কোন ফল পাওয়া যায়নি। তিনি বলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি আশ্বাস দিয়েছেন বর্ষার আগেই সড়কটির কাজ শুরু হবে।
এ বিভাগের অন্যান্য সংবাদ
- » বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ ফেনী জেলা আহবায়ক কমিটি গঠিত
- » ফেনী বন্ধুসভার বৃক্ষরোপণ ও বিতরণ
- » আমার দেশ সম্পাদকের রত্নগর্ভা মাতা অধ্যাপিকা মাহমুদা বেগমের মাগফিরাত কামনায় ফেনীতে দোয়া
- » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ফেনীতে সাংবাদিকদের মানববন্ধন
- » ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের সাংবাদিকদের উপর হামলার গোপন পরিকল্পনা ফাঁস
- » জনতার অধিকার পার্টির চেয়ারম্যানের উপর হামলা, সংবাদ সম্মেলন
- » ফেনী পৌর বিএনপির সদস্য নবায়ন কর্মসূচি উদ্বোধন
- » ফেনীতে হেফাজতের দোয়া মাহফিলে আজিজুল হক ইসলামাবাদী- ‘আলেম সমাজ ঐক্যবদ্ধ থাকলে দেশে আর ফ্যাসিবাদ সৃষ্টি হবে না’
- » ফেনীতে হাফেজ তৈয়ব রহ. স্মরণে দোয়ার মাহফিল
- » ছাত্র জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ফেনীতে বিএনপি’র বর্ণাঢ্য বিজয় মিছিল, সমাবেশ “গণহত্যার দ্রুত বিচার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি”